shono
Advertisement

Breaking News

COVID-19: কোভিডবিধির জেরে সোমবার থেকে কমছে লোকাল ট্রেনের সময়সীমা, কী জানাল রেল?

হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন কীভাবে চলবে?
Posted: 06:28 PM Jan 02, 2022Updated: 07:17 PM Jan 02, 2022

সুব্রত বিশ্বাস: বঙ্গে ফের দাপট দেখাচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন (Omicron)। রোজই প্রায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বছরের শুরুতেই ২ সপ্তাহের জন্য রাজ্যে কড়াকড়ি হয়েছে কোভিডবিধি (COVID-19)। সোমবার থেকে লোকাল ট্রেন চলাচলে বিশেষ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ৫০ শতাংশ যাত্রী নিয়ে দিনভর ট্রেন চললেও সন্ধে ৭টার পর থেকে আর লোকাল ট্রেন চলবে না সাধারণ যাত্রীদের জন্য। এই পরিস্থিতিতে যাত্রীদের জন্য কী ব্যবস্থা নিচ্ছে রেল, নয়া কোভিডবিধি চালুর পর তা নিয়ে প্রাথমিক বৈঠক সেরে নিল রবিবারই। পূর্ব রেলের চিফ অপারেশন ম্যানেজার ইউকে বল জানিয়েছেন, আপাতত সব ক’টি অন্তিম স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে সন্ধে ৭টায়।

Advertisement

শিয়ালদহ (Sealdah) ডিভিশনের তরফে ডিআরএম এসপি সিং জানিয়েছেন, ”রাজ্যের নির্দেশিকা থেকে যা বোঝা যাচ্ছে, সেই অনুযায়ী একটা প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধে ৭টার পর শিয়ালদহ থেকে সাধারণ যাত্রীদের জন্য কোনও ট্রেন ছাড়বে না। তবে আমাদের কর্মীদের জন্য স্টাফ স্পেশ্যাল ট্রেন চালানো হতে পারে।” স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই স্টাফ স্পেশ্যাল ট্রেনে (Staff Special Trains) কি আগের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও সফর করতে পারবেন? এই প্রশ্নের উত্তরে ডিআরএম জানান, ”এখনও পর্যন্ত রাজ্যের তরফে এমন কোনও নির্দেশিকা পাইনি। তাই আপাতত জরুরি পরিষেবার কর্মীদের জন্য স্টাফ স্পেশ্যাল চালানো হবে না। পরে নির্দেশিকা পেলে সেই অনুযায়ী আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

[আরও পড়ুন: Kolkata Metro: করোনা আবহে কলকাতা মেট্রোর নিয়মেও বড় বদল, কী জানাল কর্তৃপক্ষ?]

প্রসঙ্গত, গতবার রাজ্যে কোভিডবিধির জেরে যখন লোকাল ট্রেন (Local Trains) বন্ধ ছিল, সেই সময় জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মীদেরও স্টাফ স্পেশ্যালে চড়ার অনুমতি দিয়েছিল রেল কর্তৃপক্ষ। রাজ্য সরকারের অনুরোধেই এই অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার জারি করা নির্দেশিকায় কিছু জানানো হয়নি। তাই রেলও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। তাই আপাতত নিজেদের দপ্তরের কর্মীদের জন্যই স্টাফ স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিচ্ছে শিয়ালদহ রেল ডিভিশন। তাঁদের শিফট অনুযায়ী স্টাফ স্পেশ্য়ালের টাইম টেবিল ঠিক হবে। সেই ট্রেনে যাতে অন্য কেউ উঠতে না পারে, তার জন্য কড়া প্রহরা থাকবে স্টেশনগুলিতে, এমনই জানিয়েছেন ডিআরএম এসপি সিং।

[আরও পড়ুন: COVID-19: সোমবার থেকে রাজ্যে বন্ধ সমস্ত স্কুল-কলেজ, লোকাল ট্রেন নিয়ে বড় ঘোষণা নবান্নের]

অন্যদিকে, হাওড়া (Howrah)রেল ডিভিশনের তরফে ডিআরএম মণীশ জৈনের বক্তব্য, রাজ্যের নির্দেশিকা এখনও স্পষ্ট নয়। কটা পর্যন্ত রেল চালানোর কথা বলা হচ্ছে, কোন কোন ট্রেন আগের সময়মতো চালানো যাবে, তা বোঝা যাচ্ছে না। সোমবার এসব ধোঁয়াশা কাটিয়ে তবেই ট্রেন চলাচল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement