shono
Advertisement

Breaking News

COVID-19: রাজ্যের দৈনিক সংক্রমণ এক হাজারের কাছাকাছি, একদিনে করোনার বলি ১৯

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে দার্জিলিং।
Posted: 07:20 PM Jul 09, 2021Updated: 07:20 PM Jul 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিনই ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। কমছে দৈনিক আক্রান্তের সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন রাজ্যের ৯৯০ জন। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। একদিনে করোনার বলি ১৯ জন। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ৯৫ জন দার্জিলিংয়ের। অর্থাৎ উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ৯৪ জন। তৃতীয় স্থানে কলকাতা ও কোচবিহার। একদিনে ওই দুই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৩ জন করে। চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। সেখানে একদিনে সংক্রমিত ৬৯ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (Corona Virus) গ্রাফও নিম্নমুখী। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কোচবিহারে যেভাবে বাড়ছে সংক্রমণ, তা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫,১০,২০৮ জন।

[আরও পড়ুন: খোলামুখ খনির মরণফাঁদে আসানসোলের নিখোঁজ ছাত্রী, দেহ উদ্ধার ঘিরে ঘনাচ্ছে রহস্য]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৯ জনের। যা আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও বেশি। এদিনের মৃতদের মধ্যে ৪ জন উত্তর ২৪ পরগনার। নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনার ৩ জন করে। গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ের ২ বাসিন্দা করোনার বলি হয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৮৮৬ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১,৪২৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৭৬, ৬৩২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৭৮ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫১ হাজার ৩৬৫ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৪৬,৬৫,১৪৭ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement