shono
Advertisement

৭ দিনে প্রায় ৭৫ হাজার! হু হু করে বাড়ছে দেশের কোভিড সংক্রমণ, সুস্থতার হারে সামান্য আশা

আটমাসে প্রথমবার সাপ্তাহিক সংক্রমণের সংখ্যা ৭৫ হাজারের কাছে পৌঁছল।
Posted: 11:01 AM Apr 24, 2023Updated: 11:01 AM Apr 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে (India) হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে প্রায় ৭৫ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে বাড়ছে কোভিডে (Covid) মৃত্যুর সংখ্যাও। উদ্বেগজনক হয়ে উঠেছে বাংলার পরিস্থিতিও। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় কোভিডমুক্ত হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ।

Advertisement

গত ২৪ ঘণ্টায় অবশ্য করোনা সংক্রমণ বেশ খানিকটা কমেছে। ৭ হাজারের সামান্য বেশি মানুষ এদিন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশের অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৬৫ হাজার ৬৮৩। খানিকটা কমেছে পজিটিভিটি রেটও। তবে গত এক সপ্তাহের পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক। গত আট মাসে এই প্রথমবার এক সপ্তাহে প্রায় ৭৫ হাজারের দোরগোড়ায় পৌঁছল কোভিড সংক্রমণের সংখ্যা।

[আরও পড়ুন: অগ্নিগর্ভ সুদানে মৃতের সংখ্যা ৪০০ পেরল, খাদ্য-জলের অভাবে ধুঁকছে আমজনতা]

চিন্তা বাড়াচ্ছে বাংলার কোভিড পরিস্থিতিও। গত এক সপ্তাহে প্রায় তিনগুণ হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এক হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। যদিও সামগ্রিকভাবে পূর্ব ভারতে সেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়েনি। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিনে কোভিড থেকে সেরে ওঠার হার ৯৮ শতাংশ।

অন্যদিকে, সারা বিশ্বেও বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কোভিড আক্রান্ত হয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার জানা গিয়েছে, তৃতীয়বারের জন্য কোভিড আক্রান্ত হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ। শনিবার আচমকাই অজ্ঞান হয়ে যান তিনি। চিকিৎসা চলাকালীন পরীক্ষা করাতে গিয়েই তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে। প্রসঙ্গত, ২০২১ ও ২০২২ সালে দু’বার কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি। 

[আরও পড়ুন: ‘আমার ফেয়ারওয়েল…’ ইডেনে ধোনির মুখে অবসর প্রসঙ্গ, মনখারাপ মাহি ভক্তদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement