shono
Advertisement

Breaking News

৯ ঘণ্টা ধরে পড়ে করোনায় মৃত স্বামীর দেহ, সাহায্যের খোঁজে ছুটে বেড়ালেন কোভিড পজিটিভ স্ত্রী

হন্যে হয়ে খুঁজেও মেলেনি অক্সিজেন। অমানবিক দৃশ্য বোলপুরে।
Posted: 08:42 AM Apr 25, 2021Updated: 08:45 AM Apr 25, 2021

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: করোনার ‘সুনামি’ সামাল দিতে নাজেহাল দেশবাসী। এর মাঝেই এক অমানবিক ঘটনার সাক্ষি রইল বোলপুর (Bolpur)। করোনা আক্রান্ত স্বামীকে বাঁচাতে অক্সিজেনের খোঁজে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ালেন স্ত্রী। তিনিও কোভিড পজিটিভ (COVID-19 Positive)।  শেষে বাড়িতেই মৃত্যু হয় দেবাশিস দত্তের।

Advertisement

মৃত্যুর পরও সৎকার নিয়েও চলল দীর্ঘ টানাপোড়েন। বাড়িতেই ৯ ঘন্টা পড়ে থাকে মৃতদেহ। শেষে ৯ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে দেহ নিয়ে যেতে রাজি হন বোলপুর পুরসভার ডোমেরা। শনিবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছেন বোলপুর শহরে।

[আরও পড়ুন : কোভিড আতঙ্কে উটকো ঝামেলা চায় না কমিশন, সপ্তম দফায় মোতায়েন ৭৯৬ কোম্পানি বাহিনী]

লকডাউনে ব্যবসা বন্ধ লাটে উঠেছে। অভাবের সংসারে সদস্য চার জন। কোনও রকমে দুবেলা দু’মুঠো খেয়ে সংসার চলছিল। এর মধ্যেই অভিশাপের মত দত্ত বাড়িতে থাবা বসায় করোনা। বোলপুরের নতুন পুকুরের বাসিন্দা স্বামী দেবাশিস দত্ত ও স্ত্রী আবীরা দেবী দুজনেই করোনা আক্রান্ত হন। দুই ছেলে-মেয়ে করোনা আক্রান্ত কি না তা এখনও স্পষ্ট নয়। অভাবের সঙ্গে সঙ্গে করোনার বিরুদ্ধেও লড়াই শুরু হল দত্ত পরিবারের।

শুক্রবার রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় দেবাশিসবাবুর। শনিবার ভোর থেকে তা বাড়তে থাকে। প্রয়োজন ছিল অক্সিজেনের। শেষ সম্বল কিছু টাকা আঁচলে বেঁধে দেবাশিসবাবুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন করোনা আক্রান্ত আবীরা দেবী। বোলপুরের সিয়ানে করোনা আক্রান্তদের জন্য নির্দিষ্ট হাসপাতালে গেলেও কর্তৃপক্ষ তাঁকে ভরতি নিতে অস্বীকার করে বলে অভিযোগ। এর পরে বাড়িতেই মৃত্যু হয় দেবাশিস বাবুর। তার পর শুরু হয় আরও এক লড়াই।

[আরও পড়ুন :প্রয়াত রেজাউলের পরিবর্তে দাঁড়াতে নারাজ স্ত্রী, সামশেরগঞ্জে নয়া প্রার্থী বাছল কংগ্রেস]

মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য বোলপুর পুরসভার কয়েকজন ডোম  ৯ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। সেই টাকা দেওয়ার ক্ষমতা ছিল না দত্ত পারিবারের। শুরু হয় দড়ি টানাটানি। ঘটনাস্থলে আসেন ৮ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিল ওমর শেখ। শেষপর্যন্ত দেবাশিসবাবুর এক আত্মীয় টাকা দিতে রাজি হলে বোলপুর পুরসভা মৃতদেহ নিয়ে যেতে রাজি হয়। এখন আবীরা দত্তের আবেদন তাঁকে যেন করোনা হাসপাতালে ভরতির ব্যবস্থা করে দেয় জেলা প্রশাসন। যাতে ছেলে মেয়ে বাঁচে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার