স্টাফ রিপোর্টার: আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’ (Cyclone Yaas)। তাই লালারস সংগ্রহের লোক আসবেন না। অসুস্থ রোগীরা বাড়িতেই পড়ে থাকবেন। জ্বর নিয়ে। আমফানের মতোই তাণ্ডব, গাছটাছ পড়ে লন্ডভন্ড হতে পারে কলকাতা। সেই ভয়ে শহরের উত্তর থেকে দক্ষিণ প্রতিটি ল্যাবের কর্মচারীরাই জানিয়েছেন, লালারস সংগ্রহ করতে বেরিয়ে বাড়ি ফেরার অনিশ্চয়তার মুখে নিজেদের ঠেলে দিতে চাইছেন না তাঁরা। প্রায় সকলেই ছুটি নিয়ে নিয়েছেন। অনেকে আবার তাকিয়ে আকাশের দিকে।
বাইপাসের ধারের এক ল্যাব কর্তৃপক্ষ মঙ্গলবার বিকেলে জানিয়েছে, দেখা যাক আবহাওয়া (Weather) কেমন থাকে। তবে এখন বুধবারের কোনও বুকিং হচ্ছে না। অনেকেই বাড়িতে বসেই কোভিড টেস্ট করানোর জন্য ফোন করেছিলেন বেসরকারি ল্যাবে। কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, বুধবার কোনও টেস্ট হবে না। এদিকে টেস্ট না হলে করোনা পরীক্ষার রিপোর্ট না পাওয়া গেলে হাসপাতালে ভরতি করারও জো নেই। অতএব উপসর্গ নিয়েই বাড়িতে থাকছেন মানুষ। উপায় নেই কিছুই। বেশ কিছু পুরনো বুকিং বাতিল হয়েছে বলেই খবর।