সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে (Bengaluru) চাহিদামতো ঘুষ দিতে না পারায় গোরক্ষক বাহিনীর হাতে খুন হতে হয়েছিল এক মুসলিম ব্যক্তিকে। সেই ঘটনার পরদিনই অভিযুক্তদের সঙ্গে বিজেপির যোগ প্রকাশ্যে এল। এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত পুনিত কেরেহালির সঙ্গে বিজেপি যুব মোর্চার (BJYM) সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যর (Tejaswi Surya) ছবি দেখে শুরু হয়েছে গুঞ্জন। পুনিতের সংঘ যোগ নিয়েও নানা সমালোচনা চলছে। তবে বিজেপির (BJP) অবস্থান এ বিষয়ে ‘ধরি মাছ, না ছুঁই পানি’র মতো। অভিযুক্তের সঙ্গে নিজেদের যোগ ঠিক স্মৃতিতে আসছে না নেতাদের!
ঘটনা গত শনিবারের। বেঙ্গালুরুতে ইদ্রিশ পাশা নামে পেশায় গরু ব্যবসায়ী এক ব্যক্তির মৃত্যু হয়। ওইদিন দুপুরে গরু ব্যবসার কাজ সেরে ফিরছিলেন ইদ্রিশ। সেই সময়েই তাঁর পথ আটকায় পুনিত ও তাঁর সঙ্গীরা। কেন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গরুগুলিকে, বারবার সেই প্রশ্ন তোলে পুনিতরা। গরু ব্যবসা সংক্রান্ত কাগজপত্র দেখালেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। অভিযোগ ওঠে পুনিত কেরেহালি নামে গোরক্ষক (Cow Vigilante) বাহিনীর এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই পুনিতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে পুলিশ।
[আরও পড়ুন: সিকিমে প্রবল তুষারঝড়ের কবলে ১৫০ পর্যটক, আটকে বাঙালিরাও, কমপক্ষে মৃত ৬]
প্রথমে অভিযোগ উড়িয়ে গোরক্ষক বাহিনীর তরফে বলা হয়েছিল, ইদ্রিশ পাশার মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। কিন্তু তাঁর আত্মীয় ইউনুস পাশা অভিযোগ করে বলেন, তাঁর বুকে, পিঠে পোড়া দাগ ছিল। প্রচণ্ড মারধর করা হয়েছে বলে অভিযোগ। তবে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। তা হাতে এলেই বোঝা যাবে কীভাবে মৃত্যু হয়েছে ইদ্রিশ পাশার। তবে ইতিমধ্যেই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস (Congress) নেতা সিদ্দারামাইয়া এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানেন্দ্র আরাগার সরাসরি দায়ী করেছিলেন। এদিকে বিজেপি নেতাদের সঙ্গে পুনিতের একাধিক ছবি দেখা গিয়েছে। সেসব ছবি ভাইরাল। ফলে বিতর্ক শুরু হয়েছে স্বভাবতই।
[আরও পড়ুন: বিয়েতে উপহার পাওয়া মিউজিক সিস্টেম চালাতেই বিস্ফোরণ! মৃত নববিবাহিত যুবক-সহ ২]
উলটোদিকে বিজেপি (BJP) মুখপাত্র মহেশের কথায়, ”আমি বহুদিন ধরে গোরক্ষক বাহিনী কেরেহালির সঙ্গে যুক্ত, প্রচুর মানুষের সঙ্গে কাজ করতে হয়। ফলে কে পুনিত, আলাদা করে বলতে পারব না। তদন্ত হতে দিন, সব উঠে আসবে।”