shono
Advertisement

OMG! এই দেশে গরু সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হিসাবে পরিচিত

১৫ বছরে প্রাণ নিয়েছে ৭৪ জনের।
Posted: 09:25 PM Apr 05, 2017Updated: 04:03 PM Apr 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লাস্টিকের ডিম আর গরু। এখন তো টক অব দ্য টাউন। গরুকে দেবতা জ্ঞানে পুজো করেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু জানেন কি এই গরুকেই সবথেকে ভয়ঙ্কর প্রাণী হিসাবে মনে করা হয় ব্রিটেনে। এক সংখ্যাতত্ত্ব বলছে, ১৫ বছরে ব্রিটেনে ৭৪ জন প্রাণ হারিয়েছেন গরুর আক্রমণে।

Advertisement

[নারী নিরাপত্তায় স্কুলে স্কুলে চালু হচ্ছে আত্মরক্ষা কার্যক্রম]

Health and Safety Executive (HSE) -এর সমীক্ষা অনুযায়ী, শিংয়ে তুলে আছাড় মেরে বা কাউকে ধাক্কা মেরে প্রাণে মারতে গরু বা ষাঁড়েরা ওস্তাদের ওস্তাদ। পিছিয়ে নেই বাছুরের দলও। অবশ্য, যেসব গরুর ওজন এক টনের বেশি তারাই বেশি ভয়ঙ্কর। ব্রিটেনে ১৫ বছরের মধ্যে ৭৪ জন প্রাণ হারিয়েছেন এই গরুর আক্রমণে। এই জন্যই সেদেশে গরুকে ভয়ঙ্কর প্রাণীদের তালিকার শীর্ষে রাখা হয়েছে।

[জীবনধারণের জন্য কিডনি বেচতে বাধ্য হচ্ছেন এই গ্রামের বাসিন্দারা]

HSE বলছে কুকুরের থেকেও আক্রমণাত্মক গরু। প্রাণনাশকারীও বটে। তাদের সমীক্ষা বলছে, আট বছরে সাতজন মানুষ প্রাণ হারিয়েছেন কুকুরের কামড়ে। HSE এই বিপদ থেকে আগাম সতর্কতা হিসাবে কৃষকদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। কৃষকরা যেন তাদের পালিত গরু বা বাছুরকে লোকালয়ে না ছাড়েন তার পরামর্শও দিয়েছে।

[‘গোমাংসে নিষেধাজ্ঞা চেয়ে ইসলামবিরোধী কাজ করেছেন দরগা প্রধান’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement