সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোটের ফল ঘোষণার হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক বিভিন্ন জায়গায় শাসক দলের বিরুদ্ধে হামলা, আক্রমণ, ভাঙচুরের অভিযোগ উঠছে। বিরোধী দলের সমর্থকদের বাড়িতে গতকাল রাত থেকেই দফায় দফায় চলেছে হামলা। রাজ্যের বিভিন্ন জায়গায় ভাঙা হয়েছে কংগ্রেস-সিপিএম-এর দলীয় কার্যালয়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
দমদম উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরাজিত হওয়ার পরই নিউ বারাকপুরে সিপিএম নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাল্টা নিউ বারাকপুর থানায় ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূলকর্মীরা। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। হয়েছে ইটবৃষ্টিও। ইটের ঘায়ে জখম হন ওসি রাজু মুখোপাধ্যায়, এএসআই গোপাল বাগ ও দু’জন সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় এক তৃণমূল কাউন্সিলর ও এক তৃণমূল নেতা-সহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে, রাজারহাট-নিউটাউনে ২২ নম্বর ওয়ার্ডে তিন সিপিএম নেতার বাড়িতে ভাঙচুর, বোমাবাজির অভিযোগ উঠেছে। এক্ষেত্রেও অভিযুক্ত তৃণমূল। ভোটে সিপিএম প্রার্থীর পোলিং এজেন্ট হওয়াতেই আক্রমণ বলে জানিয়েছেন আক্রান্তরা। অভিযোগ, গতকাল সব্যসাচী দত্তর জয়ের পরেই রাজারহাট-নিউটাউনে তিন সিপিএম নেতার বাড়িতে ভাঙচুর-বোমাবাজি হয়। এরপর বাড়িতে ঢুকেও ব্যাপক ভাঙচুর চালায় কয়েকজন তৃণমূলকর্মী। নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এন্টালিতেও গোবরা গোরস্থানের পাশে সিপিএমের জোনাল কমিটি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
The post ভোটে জিতেই শাসক দলের ‘চড়াম’ ‘চড়াম’ রাজ্যজুড়ে appeared first on Sangbad Pratidin.