shono
Advertisement

Breaking News

প্রার্থীতালিকা ঘোষণা হতেই সক্রিয় সিপিএম প্রার্থীরা, সকাল থেকে শুরু প্রচার

ভোটের মরসুমে জনসংযোগে গুরুত্ব দিচ্ছে সিপিএম৷ The post প্রার্থীতালিকা ঘোষণা হতেই সক্রিয় সিপিএম প্রার্থীরা, সকাল থেকে শুরু প্রচার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:40 PM Mar 16, 2019Updated: 01:48 PM Mar 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলাপ-আলোচনা পর্ব সেরে প্রার্থীতালিকা সবেমাত্র প্রকাশিত হয়েছে৷ ২৪ ঘণ্টাও কাটেনি৷ একমুহূর্ত সময় নষ্ট না করে এর মধ্যেই প্রচারে নেমে পড়েছেন সিপিএম প্রার্থীরা৷ শনিবার সকাল থেকে শহরে এবং সংলগ্ন বিভিন্ন কেন্দ্রে নিজেদের প্রচার সারলেন তাঁরা৷

Advertisement

কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে এবছর প্রার্থী হয়েছেন অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়৷ এই কেন্দ্রে তাঁর লড়াই তৃণমূলের আরেক জনপ্রিয় নেত্রী মালা রায়ের বিরুদ্ধে৷ শুক্রবার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর রাত থেকেই শুরু হয়েছে দেওয়াল লিখন৷ নন্দিনী মুখোপাধ্যায়কে কাস্তে, হাতুড়ি, তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান ছড়িয়ে পড়েছে৷ আর এদিন সকালে প্রচারে বেড়িয়ে নিজের হাতেই দেওয়াল লিখলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা৷কসবা এলাকায় ঘরে ঘরে গিয়ে নিজের জন্য চাইলেন সমর্থন৷ বাড়ির মহিলা, গৃহবধূদের সঙ্গেও জনসংযোগ করলেন৷ শান্ত, মিতভাষী প্রার্থীর ব্যবহার অনেকের মন ছুঁয়েছে বলেই দাবি দলের কর্মী, সমর্থকদের৷ তবে তা ভোটবাক্সে কতটা প্রভাব ফেলতে পারে, তা বোঝা যাবে আগামী ২৩ মে, লোকসভা নির্বাচনের ফলঘোষণার দিন৷

নির্বাচনের আগে বাঁকুড়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, গ্রেপ্তার ১

আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যাদবপুরে এবার সিপিএমের হয়ে নির্বাচনে লড়ছেন কলকাতার প্রাক্তন মেয়র, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ দীর্ঘদিন ধরে তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত৷ সংসদীয় গণতন্ত্রে লড়াই করার অভিজ্ঞতাও রয়েছে৷ তিনিও কালক্ষেপ না করে আজ সকাল থেকেই প্রচার শুরু করেছেন৷ বারুইপাড়া এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে জনসমর্থনের আবেদন জানান৷ পথচলতি মানুষজন, দোকানে দোকানে গিয়ে ভোটপ্রার্থনা করেন৷ উঠে পড়েন পথচলতি একটি টোটোয়৷ বিকাশরঞ্জনের হয়ে এদিন ভোটপ্রচারে শামিল ছিলেন যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী৷ এবারে তাঁর লড়াই আরও কঠিন৷ তৃণমূলের হয়ে ওই কেন্দ্রে লড়ছেন তারকা প্রার্থী মিমি চক্রবর্তী৷ রাজনৈতিক মহলের একাংশ যাদবপুর কেন্দ্রে মিমির জয় নিয়ে নিশ্চিত৷ ডায়মন্ড হারবার কেন্দ্রের সিপিএম প্রার্থী ডাক্তার ফুয়াদ হালিম৷ তিনিও শনিবার কর্মী, সমর্থকদের নিয়ে প্রচারে বেরোলেন৷

পার্কিং নিয়ে বিয়েবাড়িতে বচসা, গুলিতে মৃত বালক

দমদম কেন্দ্রে সিপিএম-এর হয়ে লড়ছেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নেপালদেব ভট্টাচার্য৷ তিনি এদিন সকালে নাগেরবাজার এলাকা থেকে প্রচার শুরু করেছেন৷ রাস্তার ধারে দোকান এবং ক্রেতাদের সঙ্গে জনসংযোগ করেন৷ সঙ্গে ছিলেন স্থানীয় সিপিএম কর্মী, সমর্থকরা৷ এখানে তাঁর বিরুদ্ধে লড়ছেন তৃণমূল প্রার্থী, কয়েকবারের সাংসদ সৌগত রায়৷ নেপালদেবের লড়াই এখানে বেশ কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷  

The post প্রার্থীতালিকা ঘোষণা হতেই সক্রিয় সিপিএম প্রার্থীরা, সকাল থেকে শুরু প্রচার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement