shono
Advertisement

তরুণ প্রজন্মকে কাছে টানতে পঞ্চায়েত ভোটে সোশ্যাল মিডিয়ায় জোর বামেদের, তৈরি রূপরেখা

সদ্য শেষ হওয়া রাজ্য কমিটির বৈঠকে ডিজিটাল টিমকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
Posted: 10:32 AM May 02, 2023Updated: 10:36 AM May 02, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সোশ্যাল মিডিয়ার পথে তরুণদের কাছে পৌঁছতে চাইছে আলিমুদ্দিন। আর সেই লক্ষ্য অনেকাংশেই পূরণ হয়েছে বলে মনে করছে সিপিএম (CPM) নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ার প্রচারেও গেরুয়া শিবিরকে টেক্কা দেওয়া লক্ষ্য অলিমুদ্দিনের। তাই পঞ্চায়েত নির্বাচনকে (Panchayet Election) সামনে রেখে যেমন প্রচার চলছে, পাশাপাশি লোকসভা ভোটকে সামনে রেখেও সোশ্যাল মিডিয়ায় প্রচার তুঙ্গে তুলে নতুন প্রজন্মের কাছে পৌঁছতে চাইছেন সিপিএম নেতারা।

Advertisement

সম্প্রতি নিউটাউনে সিপিএমের রাজ্য কমিটির উদ্যোগে ডিজিটাল সামিট (Digital Summit) অনুষ্ঠিত হয়েছিল। রাজ্যের সব জেলা থেকে দু’শোর বেশি প্রতিনিধি ছিলেন। সেখানে ঠিক হয়, ডিজিটাল মিডিয়ায় কীভাবে প্রচার হবে, অপপ্রচারের জবাব, পাল্টা প্রচার কীভাবে করা হবে। পার্টির ডিজিটাল টিমকে দেওয়া হয় প্রশিক্ষণও (Training)। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোট ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল মাধ্যমকে (Digital Media) সংগঠিতভাবে ও ব্যাপকভাবে কাজে লাগানোর কৌশল নিয়েছে অলিমুদ্দিন।

[আরও পড়ুন: ভাড়াটিয়া তরুণীদের শোয়ার ঘর ও বাথরুমে গোপন ক্যামেরা বসালেন বাড়ির মালিক, তারপর…]

কী ভূমিকা নেবে সিপিএমের ডিজিটাল টিম? দলের প্রচার তুঙ্গে তোলা, ভোটারদের হোয়াটস আপ গ্রুপে ছড়িয়ে দেওয়া, বিরোধী পক্ষের অপপ্রচারের জবাব দেওয়া। প্রচারে রাজ্যস্তরের সমস্যার পাশাপাশি আঞ্চলিক স্তরের সমস্যা তুলে ধরা হবে। শুধু ফেসবুক লাইভই (Facebook Live) নয়, দলের নানা কর্মসূচি এখন পোস্ট করা হচ্ছে সোশ্যাল সাইটে। দলের সব জেলা কমিটির ফেসবুক পেজ রয়েছে। যেখানে প্রচারের টিম গঠন করা হয়েছে। সেখানে যাবতীয় পোস্ট করার পাশাপাশি নিজেদের প্রোফাইলে সক্রিয় দলের একাধিক নেতানেত্রী। দলের বিভিন্ন কর্মসূচিতেও যোগ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ্বানও জানানো হচ্ছে। বুথ স্তরে প্রচারের উপরেই আগে বেশি জোর দিয়ে এসেছে সিপিএম। কিন্তু এখন পাশাপাশি বুথস্তরে সোশ্যাল মিডিয়াতেও প্রচারে জোর দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: লখনউয়ের তরুণ ক্রিকেটারকে জুতো দেখাচ্ছেন বিরাট! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক]

সিপিএম নেতৃত্বের মতে, এর ফলে তরুণ (Youth) প্রজন্মের কাছে যেমন পৌঁছনো যাচ্ছে, তেমনই নিজেদের বার্তা দ্রুত মানুষের মধ্যে পৌঁছনো যাচ্ছে। নানা মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্টে নিজেদের মতামত জানাচ্ছেন। এতে মত বিনিময়ের সুযোগও থাকছে। রাজ্য নেতারা মনে করছে, বুথ স্তরে আগের মতো কর্মীরা পথে নেমে প্রচার তো চালাচ্ছেন। সেটা বাদ দেওয়া যাবে না। সঙ্গে নতুন প্রযুক্তির সাহায্য নিয়েও প্রচারে জোর দেওয়া হচ্ছে। পথে নেমে প্রচারে অনেক সময় বাধা আসার আশঙ্কা থাকে। সোশ্যাল মিডিয়ায় প্রচারে সেই সমস্যা নেই। পাশাপাশি বিজেপিও সক্রিয় এই সোশ্যাল মিডিয়ায়। গেরুয়া শিবিরকেও টক্কর দেওয়া লক্ষ্য অলিমুদ্দিনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement