shono
Advertisement

ব্রিগেড মাতানোর পুরস্কার, ঝাড়গ্রাম থেকে প্রার্থী দেবলীনা

প্রায় প্রার্থী তালিকা চূড়ান্ত সিপিএমের। The post ব্রিগেড মাতানোর পুরস্কার, ঝাড়গ্রাম থেকে প্রার্থী দেবলীনা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:58 AM Feb 27, 2019Updated: 09:58 AM Feb 27, 2019

ক্ষীরোদ ভট্টাচার্য: কংগ্রেসের সঙ্গে আলোচনার প্রস্তুতির পাশাপাশি প্রার্থী ঠিক করার কাজ অনেকটাই সেরে নিয়েছে সিপিএম। দুই ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায় বামেদের প্রার্থী প্রায় চূড়ান্ত। তবে সমস্যা তৈরি হয়েছে কলকাতার দু’টি কেন্দ্রকে নিয়ে। এই সমস্যার জট খুলতেই কাল বৃহস্পতিবার আলিমুদ্দিনে আলোচনায় বসছে সিপিএম রাজ্য কমিটি। রাজ্য কমিটির পরই ফের সম্পাদক মণ্ডলীর বৈঠক বসবে প্রার্থী নিয়ে। নিয়ম অনুযায়ী রাজ্য কমিটিতে যেসব প্রার্থীর নাম আলোচিত হয় সেগুলি কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয় চূড়ান্ত অনুমোদনের জন্য। আগামী মাসের ৩ তারিখ কেন্দ্রীয় কমিটির বৈঠকে ২০টি আসনের নাম চূড়ান্ত হবে।

Advertisement

[যুদ্ধের আবহে পানাগড়ে প্রস্তুত ‘সুপার হারকিউলিস’, মহড়ায় কমান্ডোরা]

সূত্রের খবর, ৫ তারিখের মধ্যে রাজ্য বামফ্রন্টের প্রার্থী তালিকা চুড়ান্ত হবে। সিপিএম রাজ্য নেতৃত্বের আশা, তারমধে্যই কংগ্রেসের সঙ্গে একটি রফা সূত্রে পৌঁছানো সম্ভব হবে। একটা সময়ে রাজ্যে বামপন্থীদের ভরসা ছিল দমদম লোকসভা কেন্দ্র নিয়ে। সেসব এখন ইতিহাস। এই কেন্দ্রে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও অনেকটাই রক্ষনশীল সিপিএম। জেলা সিপিএম সূত্রে খবর, উত্তর দমদমের বিধায়ক তন্ময় ভট্টাচার্যর পাশাপাশি গৌতম দেব ঘনিষ্ঠ কার্যনির্বাহী জেলা সম্পাদক পলাশ দাসের নাম একটি মহল থেকে রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। তেমনই দলের আইনজীবী বিকাশ ভট্টাচার্যর নাম নিয়ে আলোচনা হয়েছে মঙ্গলবার জেলা কমিটির বৈঠকে। তবে দক্ষিণ ২৪ পরগনার যাদবপুর কেন্দ্রের জন্যও বিকাশবাবুকে নিয়ে আলোচনা চলছে। তাই এই কেন্দ্রের ফয়সালার দায়িত্ব রাজ্য নেতৃত্বের ঘাড়ে চাপিয়ে হাঁফ ছেড়েছে জেলা সিপিএম নেতৃত্ব। বারাসত কেন্দ্রে হরিপদ বিশ্বাসকে প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লক। এতকিছুর মাঝে ঝাড়গ্রাম আসনে সিপিএমের প্রার্থী হতে চলেছেন ব্রিগেড মাতানো দেবলীনা হেমব্রম।

হার নিশ্চিত জেনেও বারাকপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী তালিকায় রয়েছে গার্গী চট্টোপাধ্যায় ও নেপালদেব ভট্টাচার্যর নাম। তবে ধারেভারে এগিয়ে সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। বসিরহাট কেন্দ্রে সিপিআইয়ের প্রার্থী করা হবে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন আধিকারিক কপিলকৃষ্ণ ঠাকুরকে। গত বিধানসভা ভোটে গাইঘাটা কেন্দ্র থেকে তিনি হেরেছিলেন। অন্যদিকে বনগাঁ কেন্দ্রে প্রার্থী করা হতে পারে নদিয়ার প্রাক্তন বিধায়ক অলকেশ দাসকে। তবে অলকেশবাবু প্রার্থী হওয়ার বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। দক্ষিন ২৪ পরগনার যাদবপুর, ডায়মন্ডহারবার এবং জয়নগর কেন্দ্রে বামেদের প্রার্থী মোটামুটি ঠিক। যাদবপুর কেন্দ্রে বিকাশবাবুর পাশাপাশি প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেনের নামও বিবেচনায় রেখেছে জেলা সিপিএম। ডায়মন্ডহারবার কেন্দ্রে সিপিএমের প্রার্থী হতে পারেন প্রাক্তন বিধায়ক আবু হাসনাত। জয়নগর কেন্দ্রে আরএসপির প্রার্থী হিসাবে দেখা যাবে প্রাক্তন বিধায়ক সুভাষ নস্করকে। মথুরাপুর কেন্দ্রেও এক সংখ্যালঘু চিকিৎসককে প্রার্থী হিসাবে দাঁড় করাতে পারে সিপিএম।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে সিপিআই প্রার্থী করছে শ্রমিক সংগঠনের সদস্য বিপ্লব ভট্টকে। ভোটের ময়দানে এবারই প্রথম তাঁকে দেখা যাবে। তবে শেষ মুহূর্তে ঠিক হওয়ায় ঘাটাল কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা এখনও স্থির করতে পারেনি সিপিআই। মেদিনীপুর লাগোয়া হুগলি জেলায় তিনটি লোকসভা কেন্দ্রের মধে্য শ্রীরামপুরে প্রার্থী হিসাবে সুদর্শন রায়চৌধুরির নাম প্রস্তাব করেছে জেলা কমিটি। তবে আরামবাগ ও চুঁচুড়া কেন্দ্রের প্রার্থীও চূড়ান্ত হবে বৃহস্পতিবারের বৈঠকে। এতকিছুর মাঝে ঝাড়গ্রাম আসনে সিপিএমের প্রার্থী হতে চলেছেন ব্রিগেড মাতানো দেবলীনা হেমব্রম।

The post ব্রিগেড মাতানোর পুরস্কার, ঝাড়গ্রাম থেকে প্রার্থী দেবলীনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement