সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুভেন্তাসে যোগ দেওয়ার পর থেকে সময়টা খুব একটা ভাল যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর অপ্রত্যাশিতভাবে ইউরোপের সেরা ফুটবলার হওয়ার দৌঁড়ে পুরনো সতীর্থ লুকা মদ্রিচের কাছে হার মানতে হয়েছে। জুভেন্তাসের হয়ে তিন ম্যাচ খেলে ফেললেও এখনও গোলের মুখ দেখতে পাননি সিআর সেভেন। কিন্তু এসব খারাপ খবরের মধ্যেই খুশির খবর পেয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সিনিয়র। কারণ বাবার ব্যর্থতার মধ্যেই জ্বলে উঠল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র।
[অ্যাকোস্টার গোলই ডার্বির টার্নিং পয়েন্ট, একমত সুভাষ-শংকরলাল]
বাবা রিয়ার মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে জুনিয়র রোনাল্ডোও যোগ দিয়েছে জুভেন্তাসের অ্যাকাডেমিতে। আপাতত সে খেলছে তুরিনের ক্লাবটির অনুর্ধ্ব-৯ দলে। আর নিজের নতুন ক্লাবের অভিষেকেই চমক দেখাল সিআর সেভেন জুনিয়র। বাবার মতোই সাত নম্বর জার্সি পরে খেলতে নেমেই খেলার মাঠে গোলের মালা গাঁথল সে। ঘরোয়া অনুর্ধ্ব-৯ লিগে লুসেন্টোর বিরুদ্ধে একটি বা দুটি নয় চার চারটি গোল করল পর্তুগিজ অধিনায়কের বড় ছেলে। সেসময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সিআর সেভেনের বর্তমান বান্ধবী জর্জিনা। সিআর সেভেন জুনিয়রের পারফরম্যান্সে দারুন খুশি তিনি।
[বড় ম্যাচ অমীমাংসিত, আরও জমে উঠল লিগের লড়াই]
রোনাল্ডোর মতোই এদিন জুনিয়রের মধ্যেও দেখা গেল চেনা আগ্রাসন। নাহলে প্রথম ম্যাচে নেমেই চারটি গোল করা তো আর চাট্টিখানিক কথা নয়। বাবা বিশ্ববন্দিত তারকা হওয়া সত্ত্বেও প্রথম তিনটি ম্যাচে একটিও গোল করতে পারেননি। অথচ সেই রোনাল্ডোর ছেলে প্রথম ম্যাচেই ৪ গোল করলেন। অনেকে বলছেন, বাবাকেও ছাপিয়ে যাওয়ার মতো প্রতিভা আছে এ ছেলের মধ্যে। অন্তত বাপ কা বেটা তো তাঁকে বলাই যায়।
The post বাপ কা বেটা! জুভেন্তাসের হয়ে অভিষেক ম্যাচেই ৪ গোল জুনিয়র রোনাল্ডোর appeared first on Sangbad Pratidin.