টিটুন মল্লিক, বাঁকুড়া: বছর তিনেক আগেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন মেরামতি প্রয়োজন, নাহলে ঘটতে পারে বিপদ। আশঙ্কা সত্যি করে তিন বছরের মধ্যেই ভাঙল সেতুর এক্সপ্যানশন জয়েন্ট। তাই দক্ষিণ-পূর্ব রেলপথের উপর বাঁকুড়ার শংকরহাটি ওভারব্রিজে বন্ধ করা হল যান চলাচল। মঙ্গলবার সন্ধের পর স্থানীয়দের নজরে আসে সেতুর এই ক্ষত। তাঁরাই পুলিশে খবর দেন। এরপরই বন্ধ করা হয় যান চলাচল। এই সেতু বন্ধ হওয়ার কারণে ৬০ নম্বর জাতীয় সড়কের সমস্ত যান ধলডাঙ্গা থেকে বাঁকুড়া শহরের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যার জেরে বাঁকুড়া শহরে তীব্র যানজটের আশঙ্কা করছে খোদ বাঁকুড়া পুলিশই। বাঁকুড়া ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেতু মেরামতির কাজ শুরু হচ্ছে বুধবার সকাল থেকেই। তবে কাজ শেষ হওয়া পর্যন্ত সেতুর উপর দিয়ে মালবাহী গাড়ির যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। নিয়ন্ত্রণ করা হবে বাস ও ছোট গাড়ি চলাচলও।
রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা ৬০ নম্বর জাতীয় সড়ক। বর্তমানে দিনে প্রায় এক লক্ষ গাড়ি চলাচল করে। একই পরিমাণ গাড়ির চাপ সহ্য করতে হত দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের খড়গপুর-আদ্রা শাখার রেললাইনের উপরে থাকা শংকরহাটি সেতুকেও। জাতীয় সড়ক কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন, এত গাড়ির চাপ নেওয়ার মতো করে ওই সেতুটি তৈরি করা হয়নি। মেরামত করা হয় বাকি অংশও। ২০১৮ সালে মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরে রাজ্যের বেশ কয়েকটি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। ওই সময়ে এই শংকরহাটি সেতুর বেশ কিছু অংশে মেরামতির প্রয়োজন বলে জানিয়েছিলেন ইঞ্জিনিয়ারেরা।
[আরও পড়ুন: করোনার মধ্যেই ঘূর্ণিঝড় আমফানের ভ্রুকুটি, চ্যালেঞ্জ নিতে তৈরি হ্যাম রেডিও]
কিন্তু মাত্র তিন বছরের মাথায় এক্সপ্যানশন জয়েন্ট ভেঙে গেল কী করে? রাজ্য সড়ক দপ্তরের এক পদস্থ ইঞ্জিনিয়ার বলেন, “সেতুর উপরে বড় মালবাহী গাড়ি নিয়মিত যাতায়াত করার ফলেই এই অবস্থা হয়েছে বলে মনে হয়। তবে অন্যান্য কারণও রয়েছে। আমরা খতিয়ে দেখছি।” ওই ইঞ্জিনিয়ার জানান, সেতুর অন্য যে এক্সপ্যানশন জয়েন্টগুলি আপাতত ঠিক আছে। এখন আর সমস্যা হবে না বলেই মনে হচ্ছে। রাজ্য পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও রাজ্য পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারেরা সম্প্রতি সেতুটি পরীক্ষা করে দেখেন, একটা এক্সপ্যানশন জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরেই তাঁরা বাঁকুড়া পুলিশের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেন, আপাতত সেতু দিয়ে যান চলাচল বন্ধ রেখে মেরামতির কাজ করা হবে।
এপ্রসঙ্গে জেলা পুলিশ সুপার বলেন, “সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা ও যানবাহনের গতিপথ বদলানো নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। বুধবার সকাল থেকে তা কার্যকর করা হবে। কোন গাড়ি কোথা দিয়ে যাবে, তা বিস্তারিত ভাবে বিজ্ঞপ্তিতে বলা থাকবে।” বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রায় বলেন, “একটু কষ্ট হবে। তবে পুলিশ সবর্তো ভাবে চেষ্টা করবে রাস্তা যানজটমুক্ত রাখার। অতিরিক্ত বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।” পুলিশ জানায়, কাজ চলাকালীন যাত্রীদের সুবিধার্থে কোনা জাতীয় সড়কটির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ব্যানার দিয়ে পথ নির্দেশিকা দেওয়া থাকবে।
[আরও পড়ুন: শেষ ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করোনা আক্রান্ত ১৩৬ জন, ক্রমশ কমছে মৃত্যুর হার]
The post বেহাল বাঁকুড়ার শংকরহাটি সেতু, মেরামতির জন্য বন্ধ করা হল যান চলাচল appeared first on Sangbad Pratidin.