সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রেডিট কার্ড ব্যবহারের সংখ্যা দিনে দিনে বাড়ছে। পণ্য বা পরিষেবা ক্রয়ের পাশাপাশি নগদ টাকা তোলার জন্যও অনেকে এই পেমেন্ট কার্ডের উপরে ভরসা করেন। কিন্তু জানেন কি, ডিসেম্বরে ক্রেডিট কার্ডের নীতিতে পরিবর্তন আনছে এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্কের মতো বেশ কিছু ব্যাঙ্ক। যা না জানা থাকলে পড়তে পারেন সমস্যায়।
অ্যাক্সিস ব্যাঙ্ক
ক্রেডিট কার্ডের শর্তাবলীতে নানা পরিবর্তন আনছে অ্যাক্সিস ব্যাঙ্ক। যার মধ্যে অন্যতম হল এয়ারটেল ক্যাশব্যাক। এয়ারটেল থ্যাঙ্কস প্ল্যাটফর্ম থেকে বিল মেটালে কিংবা এয়ারটেল রিচার্জ করলে ২৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। যদিও ইনস্টলেশন ফি, নতুন তথা নিষ্ক্রিয় সংযোগ প্রভৃতি ক্ষেত্রে কোনও ক্যাশব্যাক মিলবে না।
কার্ডে সুদের হার ৩.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৭৫ শতাংশ করা হচ্ছে। চেক ফেরত কিংবা অটো ডেবিট রিভার্সালের মতো কিছু ক্ষেত্রে পরিষেবার ন্যূনতম খরচ ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হচ্ছে। সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকার যে চার্জ আগে ছিল তা বাতিল করা হয়েছে।
ক্রেডিট কার্ডের বকেয়া টাকার ন্যূনতম অংশটুকু সময়মতো না দিলে ১০০ টাকা জরিমানা করা হবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
১ ডিসেম্বর থেকে এসবিআইয়ের ক্রেডিট কার্ডে 'ইউটিলিটি পেমেন্টে'র ক্ষেত্রে বকেয়া টাকার পরিমাণ যদি ৫০ হাজার ছাড়িয়ে যায় সে ক্ষেত্রে ব্যবহারকারীদের অতিরিক্ত ১ শতাংশ ফি দিতে হবে। প্রসঙ্গত, 'ইউটিলিটি পেমেন্ট' অর্থে টেলিফোন, মোবাইল, বিদ্যুৎ বিল বা বিমার প্রিমিয়াম ইত্যাদি বোঝানো হয়।
ইয়েস ব্যাঙ্ক
রিওয়ার্ড পয়েন্ট সংক্রান্ত নিয়মে বদল আনছে ইয়েস ব্যাঙ্ক। যাঁরা এই ব্যাঙ্কের মার্কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাঁরা এক মাসে বিমানের টিকিট ও অন্যান্য ক্ষেত্রে কেনাকাটির ৭০ শতাংশ অথবা ৩ লক্ষ রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করতে পারবেন। রিজার্ভ ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ক্ষেত্রে সংখ্যাটি অবশ্য ২ লক্ষ। একই ভাবে অন্যান্য কার্ডের ক্ষেত্রে তা ১ লক্ষ।