shono
Advertisement
Abishek Porel

ভারতীয় এ দলে বাংলার তিন! অভিষেককে দিয়ে উইকেটকিপিং করানোর বার্তা বোর্ডের

এবারের আইপিএলে এখনও পর্যন্ত অভিষেকের পারফরম্যান্স বেশ ভালো।
Published By: Subhajit MandalPosted: 03:41 PM May 07, 2025Updated: 03:41 PM May 07, 2025

আলাপন সাহা: আইপিএল প্রায় বিজনেস এন্ডে চলে এসেছে। টিমগুলো লড়াই করছে প্লেঅফ নিয়ে। তবে তারই ইংল্যান্ড মধ্যে সফর শুরু করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আইপিএলের পরই ইংল্যান্ডে যাবে টিম ইন্ডিয়া। পাঁচ টেস্টের সিরিজ খেলবেন বিরাট কোহলিরা। শুধু ভারতীয় টিম নয়, তার আগে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় 'এ' টিমও। আগামী কিছুদিনের মধ্যেই হয়তো ভারতীয় 'এ' টিম ঘোষণা করে দেওয়া হতে পারে। তার দিন কয়েকের মধ্যে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। আপাতত যা ঠিক আছে, ২৫ মে 'এ' দল ইংল্যান্ড উড়ে যাবে। অর্থাৎ আইপিএল ফাইনালের দিন। আর 'এ' টিমের কোনও ক্রিকেটার ফাইনাল খেললে তিনি ইংল্যান্ড যাবেন আইপিএল ফাইনালের পর।

যা খবর, তাতে বাংলা থেকে তিনজন ক্রিকেটারকে ভারতীয় 'এ' টিমের জন্য ভাবা হয়েছে। অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোড়েল এবং মুকেশ কুমার। এবারের আইপিএলে এখনও পর্যন্ত অভিষেকের পারফরম্যান্স বেশ ভালো। হাফসেঞ্চুরি রয়েছে। অভিষেক নিয়ে বোর্ডের বিশেষ নির্দেশও পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরে এবার আইপিএলের ম্যাচগুলোতে উইকেটকিপিং করছিলেন না বঙ্গ এই উইকেটকিপার-ব্যাটার। সেই দায়িত্ব সামলাচ্ছিলেন লোকেশ রাহুল। কিন্তু অভিষেককে ইংল্যান্ড 'এ' টিমে উইকেটকিপার হিসেবে ভাবা হচ্ছে। তাই টিম ম্যানেজমেন্টের তরফে দিল্লি ক্যাপিটালসকে জানিয়ে দেওয়া হয়, আইপিএলের ম্যাচগুলোতে যেন অভিষেক দিয়েই উইকেটকিপিং করানো হয়। যার জন্য দিল্লির শেষ ম্যাচে উইকেটের পিছনে বঙ্গ এই ক্রিকেটারকে দেখা যায়। এটাও শোনা গেল, আগামী ম্যাচগুলোতেও রাহুল নন, উইকেটকিপিং করবেন অভিষেক।

Advertisement

অভিমন্যু ঈশ্বরণ গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেট, ভারতীয় 'এ' টিমের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। অস্ট্রেলিয়া সফরের টিমেও তাঁকে রাখা হয়েছিল। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে অভিমন্যুকে 'এ' টিমের অধিনায়ক করা হতে পারে। যদি 'এ' টিমের হয়ে ভালো পারফর্ম করেন, তাহলে তাঁকে টেস্ট সিরিজের জন্যও রেখে দেওয়া হতে পারে। একই ভাবনা-চিন্তা রয়েছে মুকেশ কুমারকে নিয়েও। অনেকেই মনে করছেন, ইংল্যান্ডের কন্ডিশনে পেসাররা যেহেতু বাড়তি সুইং পান, সেক্ষেত্রে মুকেশের ভূমিকাও কার্যকর হতে পারে।

পাঁচ টেস্টের সিরিজ হওয়ায় দলে দু'একজন বাড়তি পেসার নিয়ে যাওয়া হবে ইংল্যান্ডে। জশপ্রীত বুমরাহ সবে চোট সারিয়ে ফিরেছেন। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সবকটায় তাঁকে যে খেলানো হবে না, এখনই লিখে দেওয়া যায়। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য একটা-দুটো টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। মহম্মদ শামি রয়েছেন। আইপিএলে যেরকম বোলিং করছেন, তাতে মহম্মদ সিরাজেরও জাতীয় দলে প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা। বাংলার আর এক পেসার আকাশ দীপকে 'এ' টিমে নয়, টেস্ট স্কোয়াডে রাখা হচ্ছে। একই ভাবে আলোচনায় রয়েছেন হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাতে বাংলা থেকে তিনজন ক্রিকেটারকে ভারতীয় 'এ' টিমের জন্য ভাবা হয়েছে।
  • অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোড়েল এবং মুকেশ কুমার।
  • এবারের আইপিএলে এখনও পর্যন্ত অভিষেকের পারফরম্যান্স বেশ ভালো।
Advertisement