সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল। বাদ পড়েছেন শুভমান গিল। দলে 'এন্ট্রি' নিয়েছেন ঈশান কিষান। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বিশ্বকাপে নামবে টিম ইন্ডিয়া। এই প্রথম কোনও আইসিসি ইভেন্টে অধিনায়কত্ব করবেন তিনি। তবে তাঁর সাম্প্রতিক ফর্ম উদ্বেগে রাখছে টিম ইন্ডিয়াকে। শনিবার দল ঘোষণার পর ফর্মে ফেরার প্রতিশ্রুতি দিলেন ভারত অধিনায়ক।
সাম্প্রতিক অতীতে একেবারেই ফর্মে নেই সূর্য। গত বছর একটিও অর্ধশতক করতে পারেননি। ২০২৫ সালে ১৯ ইনিংসে মাত্র ২১৮ রান করেছেন। গড় মাত্র ১৩.৬২। স্ট্রাইক রেট ১২৩.১৬। সর্বোচ্চ এশিয়া কাপে করা ৪৭ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ৩-১ ব্যবধানে ভারত সিরিজ জিতেলেও চার ইনিংসে সূর্যকুমার করেছেন মাত্র ৩৪ রান। গড় মাত্র ৮.৫০। স্ট্রাইক রেটও তথৈবচ। মাত্র ১০৩.০৩।
তবে ৩৫ বছর বয়সি সূর্য আশাবাদী, আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফর্মে ফিরবেন। সূর্যকুমার বলেন, "আমি নিশ্চিত প্রত্যেকেই কোনও না কোনও সময় এই ফেজের মধ্য দিয়ে গিয়েছে। কেরিয়ারে ওঠাপড়া লেগেই থাকে। আমি জানি কী করতে হবে। কোথায় ভুল হচ্ছে, তাও জানি। হাতে এখনও কিছুটা সময় আছে। সামনে নিউজিল্যান্ড সিরিজ আসছে। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপও। আপনি অবশ্যই সূর্যকে ফিরে আসতে দেখবেন।"
আগামী বছর ফেব্রুয়ারি মাসে দেশের মাটিতে কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ। তার আগে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া, প্রধান নির্বাচক অজিত আগরকর ও অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন, ভারতের ১৫ জনের স্কোয়াড। এই দলটাই আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবে। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে যথাক্রমে নাগপুর (২১ জানুয়ারি), রায়পুর (২৩ জানুয়ারি), গুয়াহাটি (২৫ জানুয়ারি), বিশাখাপত্তনম (২৮ জানুয়ারি) এবং ত্রিবান্দ্রমে (৩১ জানুয়ারি)।
