সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে। নাহলে জাতীয় দলে জায়গা অনিশ্চিত হতে পারে। বোর্ডের তরফ থেকে অলিখিত ফতোয়া রয়েছে। বিশেষ করে ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে রোহিত শর্মা ও বিরাট কোহলির বিজয় হাজারে ট্রফিতে খেলা উচিত বলে অনেকে মনে করেন। প্রথমে জানা গিয়েছিল, রোহিত প্রথম দিকে খেলবেন না। কিন্তু বর্তমানে জানা গিয়েছে, রোহিতকে বিজয় হাজারেতে খেলতে দেখা যাবে।
২৪ ডিসেম্বর থেকে শুরু বিজয় হাজারে ট্রফি। সেখানে মুম্বই যে প্রাথমিক দল ঘোষণা করেছিল, তাতে রোহিত ছিলেন না। একই ভাবে রাখা হয়নি যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানে ও শিবম দুবেকে। প্রথম দু’টি ম্যাচের জন্য তুলনায় তরুণ দল রাখা হয়েছে। কিন্তু একটা শর্ত ছিল। মুম্বই দলের প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল জানিয়েছিলেন, রোহিত-সূর্যর মতো অভিজ্ঞদের চাইলেই দলে ফিরিয়ে নেওয়া যাবে।
তবে বর্তমানে ঘোষিত দলে রোহিত আছেন। তবে সেটা দু'টি ম্যাচের জন্য। এই দলের নেতৃত্বে শার্দূল ঠাকুর। এছাড়া দলে আছেন সরফরাজ খান, মুশির খান ও অঙ্গকৃষ রঘুবংশী। ‘সি’ গ্রুপে মুম্বইয়ের প্রতিপক্ষ পাঞ্জাব, উত্তরাখণ্ড, সিকিম, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গোয়া, হিমাচল প্রদেশ। অন্যদিকে দিল্লি দলে আছেন বিরাট কোহলি। যে দলের অধিনায়ক ঋষভ পন্থ।
আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। ১১ জানুয়ারি থেকে শুরু কিউয়িদের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৪ এবং ১৮ জানুয়ারি। সেখানে বিজয় হাজারে ট্রফি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। সবচেয়ে বড় কথা, এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে ৮ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ হয়ে যাবে গ্রুপ পর্বের খেলা। ফলে রোহিত সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিস পাবেন।
