বিতর্ক সত্ত্বেও বহাল তবিয়তে ভারতের মাটিতে আম্পায়ারিং করিয়ে চলেছেন শরফুদ্দৌলা সৈকত। গত রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে আম্পায়ারিং করিয়েছিলেন পদ্মাপাড়ের এই প্রাক্তন ক্রিকেটার। বুধবারও তিনি আম্পায়ার হিসাবে যুক্ত রয়েছেন ম্যাচে। থার্ড আম্পায়ার হিসাবে কিউয়ি সিরিজের দ্বিতীয় ম্যাচে রয়েছেন শরফুদ্দৌল্লা। ক্রিকেটভক্তরা প্রশ্ন তুলেছেন, এবার কেন নিরাপত্তার অভাব বোধ করছেন না বাংলাদেশিরা?
বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ক্ষিপ্ত ভারত। ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে। এহেন পরিস্থিতিতে হিন্দুত্ববাদীরা প্রশ্ন তোলেন, সংখ্যালঘু হত্যার বিন্দুমাত্র প্রতিবাদ না করা মুস্তাফিজুর রহমানকে কেন ভারতের মাটিতে আইপিএল খেলার অনুমতি দেওয়া হবে? শেষ পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি পাননি মুস্তাফিজুর।
তারপর থেকে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে শুরু হয়েছে ব্যাপক টানাপোড়েন। নিরাপত্তার অভাবের অজুহাত দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। কিন্তু এই উত্তাল পরিস্থিতির মধ্যেও ভারতের মাটিতে আম্পায়ারিং করিয়ে চলেছেন বাংলাদেশি শরফুদ্দৌলা। নেটিজেনদের প্রশ্ন, ভারতের মাটিতে বাংলাদেশি আম্পায়ার তো নিরাপত্তার অভাব বোধ করছেন না। তাহলে ক্রিকেটাররা আতঙ্কে ভুগছেন কেন?
আবার নেটদুনিয়ার একাংশ বলছেন, ভারতের মাটি থেকে কেন অর্থ উপার্জন করছেন এক বাংলাদেশি? যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের ভারত থেকে টাকা উপার্জনের পথ বন্ধ করা হচ্ছে, তাহলে একই যুক্তিতে আম্পায়ারকে কেন আটকানো হবে না? তবে তাঁকে নির্বাচিত করেছে আইসিসি। ফলে এক্ষেত্রে বাংলাদেশ বোর্ডের থেকে কোনও ‘নো অবজেকশন সার্টিফিকেটে’র প্রয়োজন নেই। উল্লেখ্য, অতীতে ভারতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার নজির রয়েছে এই শরফুদ্দৌল্লার। তাঁকে নিয়ে চলছে বিতর্কের ঝড়।
