shono
Advertisement
Akash Deep

চোট পেয়ে ম্যাঞ্চেস্টারে অনিশ্চিত আকাশ দীপ, পরিবর্তে কে খেলবেন?

অতীতেও এই পেসার চোট সমস্যায় ভুগেছেন।
Published By: Prasenjit DuttaPosted: 02:36 PM Jul 20, 2025Updated: 02:36 PM Jul 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের আগে চোট সমস্যায় জেরবার ভারতীয় শিবির। অনুশীলনে চোট পেয়েছিলেন অর্শদীপ সিং। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে অংশুল কম্বোজকে। আর এবার জানা গিয়েছে, চোটের জন্য ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে অনিশ্চিত হয়ে পড়েছেন আকাশ দীপও।

Advertisement

আর মাত্র তিন দিন পর শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট। তার আগে কুঁচকির চোটে ভুগছেন আকাশ দীপ। লর্ডস টেস্ট ম্যাচ চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছিলেন আকাশ। চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাঁকে। কিছুক্ষণ পর মাঠে ফিরলেও বোলিং করেননি। এজবাস্টন টেস্টে ১০ উইকেট পেয়েছিলেন বাংলার এই পেসার। তবে, লর্ডসে অতটা ছন্দে ছিলেন না। দু'টি ইনিংস মিলিয়ে মাত্র একটি উইকেট শিকার করেছিলেন তিনি।

অতীতেও এই পেসার পিঠের চোটে ভুগছেন। গত বছর অস্ট্রেলিয়া সফরে চোট পেয়েছিলেন। ফলে তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আকাশের চোটের কারণে জশপ্রীত বুমরাহকে নিয়ে পরিকল্পনা বদল করতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট।

জানা গিয়েছে, "বুমরাহ এবং আকাশ বাকি দু'টি টেস্ট একসঙ্গে খেলবে না। ইংল্যান্ড সফরের আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওয়ার্কলোডের কারণে বুমরাহ এই সিরিজে কেবল তিনটি টেস্ট খেলবে। এখন আকাশের পিঠের চোটের কারণে তাঁরা একসঙ্গে প্রথম একাদশে খেলবে না। বুমরাহ যদি ম্যাঞ্চেস্টারে খেলে, তাহলে আকাশ বাইরে থাকবে। ওভালে আকাশ ফিরলে বুমরাহ বিশ্রাম নেবে।" শেষপর্যন্ত আকাশ দীপ যদি না খেলেন, তাহলে কি প্রসিদ্ধ কৃষ্ণকে প্রথম এগারোয় দেখা যাবে? নাকি অর্শদীপের জায়গায় সুযোগ পাওয়া অংশুলকে খেলাবে ভারত? ইংল্যান্ড সফরে দু'টি টেস্টে সুযোগ পেলেও প্রসিদ্ধর পারফরম্যান্স কিন্তু বলার মতো ছিল না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের আগে চোট সমস্যায় জেরবার ভারতীয় শিবির।
  • অনুশীলনে চোট পেয়েছিলেন অর্শদীপ সিং।
  • এবার চোটের জন্য ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে অনিশ্চিত হয়ে পড়েছেন আকাশ দীপও।
Advertisement