সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই বিরাট কোহলির থেকে ব্যাট উপহার পেয়েছিলেন আকাশ দীপ। জাতীয় দলের সতীর্থের থেকে এই উপহার পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত বাংলার হয়ে খেলা পেসার। কিন্তু সেই ব্যাটের সঙ্গে সম্ভবত কোনও দিন বলের সংযোগই হবে না। কারণ ওই ব্যাট দিয়ে কোনও দিন খেলতেই চান না আকাশ দীপ (Akash Deep)। কিন্তু কেন এরকম ভাবছেন তিনি?
আইপিএল চলাকালীনও একাধিকবার শিরোনামে এসেছিল বিরাট কোহলির ব্যাট। সেখানে অবশ্য ভূমিকা ছিল রিঙ্কু সিংয়ের। কোহলির থেকে ব্যাট পেয়েছিলেন কেকেআর ব্যাটার। কিংবদন্তির থেকে উপহার পাওয়া সেই ব্যাট হাতেই খেলতে নেমে পড়েছিলেন রিঙ্কু। সেখানেই বাঁধে বিপত্তি। কোনও এক স্পিনারের বিরুদ্ধে খেলতে গিয়ে ব্যাটটি ভেঙে যায়। পরে অবশ্য আরও একবার ব্যাট দিয়েছিলেন কোহলি (Virat Kohli)। সঙ্গে রিঙ্কুর কপালে জুটেছিল হালকা 'ধমক'ও।
সেই ভুলটা আর করতে চান না আকাশ দীপ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, "বিরাট ভাই আমাকে নিজে থেকে ব্যাট উপহার দিয়েছে। নিশ্চয়ই আমার ব্যাটিংয়ে কোনও বিশেষত্ব ও দেখেছে। আমি ব্যাট চাইনি। ও নিজেই এসে আমাকে বলে, 'তোর কি ব্যাট চাই?' বিরাট ভাইয়ের থেকে ব্যাট পেতে কে চাইবে না? ও কিংবদন্তি। ও আমাকে জিজ্ঞেস করেছিল, আমার কী ধরনের ব্যাট চাই? আমি শুধু হেসেছিলাম। মুখে ভাষা জোগায়নি। ওই তখন বলল, 'নে, এই ব্যাটটা রাখ।"
যদিও ওই ব্যাটে কোনও দিন খেলবেন না আকাশ দীপ। তার কারণ হিসেবে তিনি বলেন, "আমি কখনও এই ব্যাটে খেলব না। এটা আমার কাছে বিরাটের উপহার। এটা আমি স্মারক হিসেবে আমার ঘরের দেওয়ালে রেখে দেব। আর ওটাতে আমি বিরাটের সইও নিয়ে রেখেছি।" বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ২ উইকেট পেয়েছিলেন আকাশ দীপ। শুধু জাতীয় দলে নয়, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও একসঙ্গে খেলেন তাঁরা।