সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাভিস হেড। নাম তো শুনা হি হোগা। কখনও অজি তারকা ব্যাটসম্যান একথা বলতেই পারেন কোনও ভারতীয় সমর্থকের সঙ্গে দেখা হলে। বারবার টিম ইন্ডিয়ার মাথাব্যথা হয়ে উঠেছেন তিনি। পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ফাইনালের যন্ত্রণা আজও ভোলেননি রোহিতরা। সেই হেডই ব্রিসবেন টেস্টেও ভোগাচ্ছেন ভারতকে। হাফ ডজন বাউন্ডারি সহযোগে অর্ধশতরান করে ফেলেছেন তিনি। যার দৌলতে বৃষ্টিতে প্রায় ধুয়ে যাওয়া প্রথম দিনের বিনা উইকেটে ২৮ থেকে শুরু করে এখনও পর্যন্ত ৩ উইকেট খুইয়ে দেড়শো পেরিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।
অথচ দিনের শুরুটা ছিল একদম অন্যরকম। বলের লাইনে না পৌঁছতে পারা উসমান খোওয়াজা পন্থের হাতে ধরা পড়েন। স্কোরবোর্ডে তখন স্রেফ তিন রান যোগ হয়েছে কালকের স্কোরের সঙ্গে। আরও কিছুক্ষণ যেতে না যেতেই ম্যাকসুইনি দ্বিতীয় স্লিপে কোহলিকে ক্যাচ দিলেন। ৩৮/২। দুটি উইকেটই বুম বুম বুমরাহর। লাবুশানেকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন স্টিভ স্মিথ। কিন্তু নীতীশ কুমার ফেরালেন লাবুশানেকে। রান তখন ৭৫।
আর এখান থেকেই লড়াইয়ে ফেরা শুরু করল অস্ট্রেলিয়া। স্মিথ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উইকেটে শিকড় নামিয়ে দিলেন। আর হেড শুরু করলেন স্কোর এগিয়ে নিয়ে যাওয়া। প্রায় একশো রান ইতিমধ্যেই জুড়ে ফেলেছেন তাঁরা। হেড অর্ধশতরান করলেও এখনও পঞ্চাশ পেরতে পারেননি স্মিথ। কিন্তু ইতিমধ্যেই তাঁদের ব্যাটিং বুঝিয়ে দিচ্ছে টসে জিতে রোহিতের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা আরও তীব্র হতে পারে। কত দ্রুত এই জুটিকে ভাঙতে পারে ভারত, আপাতত সেই অপেক্ষাতেই অনুরাগীরা। এর মধ্যে হেডই যে সবচেয়ে বড় চিন্তার কারণ তাতে সন্দেহ নেই। সমস্ত ফরম্যাট মিলিয়ে ভারতের বিরুদ্ধে এই অস্ট্রেলীয়র স্কোর ১১ ইনিংসে ৭৪৮! স্ট্রাইক রেট ১০৫.৯৪।
বরুণদেবের রোষে কার্যত ভেস্তে গিয়েছে গাব্বা টেস্টের প্রথম দিন। প্রথম দিনের প্রথম সেশনে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। মধ্যাহ্নভোজের পর থেকে খেলা আর শুরু করা যায়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল সোয়া চারটে নাগাদ আম্পায়ার জানিয়ে দেন, গাব্বা টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত। দিনের শেষে ১৩.২ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল বিনা উইকেটে ২৮।