সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্র্যাভিস হেডের পর স্টিভ স্মিথ। দুই অজি ব্যাটারের সেঞ্চুরি। জসপ্রীত বুমরাহর দাপটের পরও রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে অজিদের স্কোর ৭ উইকেটে ৪০৫ রান।
ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথ। একজন অধুনা ভারতীয় বোলারদের ত্রাস। অপরজন একসময়ের 'চোখের বালি'। অজি শিবিরের এই দুই স্তম্ভ ফের কাঁপিয়ে দিল ভারতকে। বৃষ্টিতে প্রায় ধুয়ে যাওয়া প্রথম দিনের বিনা উইকেটে ২৮ থেকে শুরু করেছিল অজিরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনও ছিল ভারতের দখলে। ৭৫ রানের মাথাতেই ৩ উইকেট তুলে নেন ভারতীয় পেসাররা। বুমরাহ ফেরান খোয়াজা এবং ম্যাকসুইনিকে। নীতীশ রেড্ডি ফেরান লাবুশানেকে।
কিন্তু তারপরই শুরু ট্র্যাভিস হেডের তাণ্ডব। অধুনা ভারতীয় বোলারদের ত্রাস হয়ে উঠেছেন তিনি। অন্য ব্যাটাররা যখন প্রতিটি রানের জন্য লড়াই করছেন, তখন এই বাঁহাতি অজি ব্যাটার অবলীলায় বাউন্ডারি হাঁকিয়ে গেলেন। রানের গতিও বাড়তে থাকল। হেডের সাবলীল ব্যাটিং দেখে স্মিথও যেন নতুন করে উজ্জীবিত হয়ে গেলেন। দুই প্রান্ত থেকেই একের পর এক বাউন্ডারি। চতুর্থ উইকেটের জুটিতে ২৪১ রান তুলে ফেললেন তাঁরা। দুই ব্যাটারই হাঁকালেন সেঞ্চুরি। হেডের সেঞ্চুরিটি এল মাত্র ১১৫ বলে। দেড়শোও তিনি পেরিয়েছেন মাত্র ১৫৭ বলে। অন্যদিকে স্মিথ এদিন কেরিয়ারের ৩৩ তম শতরানটি হাঁকালেন।
যদিও এর পরই পালটা আঘাত হানেন বুমরাহ। প্রথমে তিনি ১০১ রানে ফেরান স্মিথকে। দ্রুত আউট হয়ে যান মিচেল মার্শও। ১৫২ রানের মাথায় হেডকেও ফিরিয়ে দেন তিনিই। দ্বিতীয় দিন আর একটি উইকেট তুলেছে টিম ইন্ডিয়া। ২০ রানে অধিনায়ক প্যাট কামিন্সকে ফেরান সিরাজ। দিনের শেষে অজিদের স্কোর ৭ উইকেট ৪০৫ রান। যা পরিস্থিতি তাতে প্রথম ইনিংসেই ভারতের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে অজিরা।