স্টাফ রিপোর্টার: মহম্মদ শামি কি আদৌ বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দুই টেস্টে খেলবেন? সেই সম্ভাবনা ক্রমেই কমছে। কারণ বিজয় হাজারে ট্রফির জন্য তারকা পেসারকে রেখেই দল ঘোষণা করেছে সিএবি। ২১ ডিসেম্বর থেকে যে প্রতিযোগিতায় অভিযান শুরু করবে বাংলা।
শামি শেষবার ভারতের হয়ে খেলেছেন গতবছর ওয়ানডে বিশ্বকাপ। এর পর চোট সারাতে হওয়া অস্ত্রোপচারের ধাক্কা সামলে শেষে গত মাসে বাংলার হয়ে রনজি ট্রফি খেলেন শামি। সেখানে ভালো বল করার পর থেকেই তাঁর অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত সেই ডাক আসেনি। তাই সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলার পর ফের এনসিএ-তে ফিরেছেন শামি। তিনি যে অস্ট্রেলিয়া না গেলে বাংলার হয়ে সাদা বলের ক্রিকেট খেলবেন, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সেইমতো তাঁকে রেখেই বিজয় হাজারের দল ঘোষণা করল বাংলা।
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলছেন বটে যে শামির জন্য দলের দরজা খোলা। তবে এখনই দলে ডাকা হচ্ছে না তাঁকে। অস্ট্রেলিয়ায় শামির অভাব ভারত ভালোমতোই টের পাচ্ছে। বুমরাহকে কার্যত একার হাতে সামলাতে হচ্ছে ভারতের পেস আক্রমণ। কিন্তু সমস্যা হল শামির ফিটনেস নিয়ে এখনও নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট। আপাতত বিজয় হাজারেতেই মনোনিবেশ করতে পারেন ভারতীয় পেসার।
অবশ্য একা শামি নন, আরও এক জাতীয় পেসার মুকেশ কুমারকেও দলে রেখেছে বাংলা। মুকেশ আপতত রিজার্ভ পেসার হিসাবে অস্ট্রেলিয়াতেই রয়েছেন। ফলে শুরু থেকে তাঁকে হয়তো পাবে না বাংলা। এছাড়া সুদীপ কুমার ঘরামির অধিনায়কত্বে অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, সুদীপ চট্টোপাধ্যায়, সায়ন ঘোষ, কনিষ্ক শেঠ, মহম্মদ কাইফরা দলে আছেন।