সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র দিন চারেকের অপেক্ষা। তারপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু। রোহিত শর্মা ও বিরাট কোহলির কামব্যাক নিয়ে এমনিতেই উন্মাদনা তুঙ্গে। তার মধ্যে অন্য বিতর্ক বাঁধালেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ভারতের বিরুদ্ধে সিরিজ নিয়ে প্রচারিত বিজ্ঞাপনে ব্যঙ্গাত্মক ভাবে ফিরে এল এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্ক। এমনকী মধ্যমাও দেখালেন এক অজি ক্রিকেটার।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের করমর্দন বিতর্ক নিয়ে রীতিমতো তোলপাড় হয় ক্রিকেট মহল। এবার ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু। তার বিজ্ঞাপনী প্রচারে কায়ো স্পোর্টসের ভিডিওয় উপস্থিত ছিলেন একঝাঁক তারকা। সেখানে এক সঞ্চালক বলেন, "আমরা জানি, ভারতীয়রা আবার প্রচলিত অভিবাদনের (হ্যান্ডশেক) ভক্ত নয়। তাহলে আমরা ওদের বল করার আগেই চাপে ফেলতে পারি।"
সেই হিসেবে মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালিসা হিলি প্রমুখ অজি ক্রিকেটাররা বিভিন্ন অঙ্গভঙ্গি করেন। কেউ হাততালি দেন, কেউ বন্দুক চালানোর ভঙ্গি করেন। এক মহিলা ক্রিকেটার তো মধ্যমাও দেখান। বিষয়টা একেবারেই ভালো চোখে নেননি ভারতের ক্রিকেটভক্তরা। কারণ, পাকিস্তানের সঙ্গে করমর্দন না করার নেপথ্যে একটি বিশেষ ইতিহাস রয়েছে। সেটা নিয়ে এরকম কদর্য ব্যঙ্গ নিয়ে ক্ষুব্ধ দেশের ক্রিকেটপ্রেমীরা। তাঁদের প্রতিবাদে ভিডিওটি ডিলিট করে দিতে বাধ্য হয় কায়ো স্পোর্টস।
উল্লেখ্য, পুরুষদের এশিয়া কাপে তিন-তিনবার ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছিল। এবং তিনবারই জিতেছে ভারত। এই ম্যাচগুলিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ভারতীয় দলের ক্রিকেটাররা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। কলম্বোয় মহিলা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচেও একই ঘটনা ঘটেছে। টসের সময় পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর।
