সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য প্রকাশিত হয়েছে ২০২৪ সালে টি-টোয়েন্টিতে আইসিসির সেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকা। কিন্তু সেখানে স্থান পাননি জশপ্রীত বুমরাহ। যদিও ভারতের অর্শদীপ সিং আছেন। ঠাঁই পেয়েছেন পাকিস্তানের বাবর আজমও। কিন্তু কী করে বুমরাহ বাদ পড়লেন, সেটা বিস্মিত করছে ক্রিকেটভক্তদের।
চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। যার অন্যতম কারিগর ছিলেন বুমরাহ। এমনকী টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছেন। তাঁর বিষাক্ত বোলিংয়ের সামনে হিমশিম খেয়েছেন বিশ্বের বিখ্যাত ব্যাটাররা। কিন্তু আইসিসির সেরা ক্রিকেটারদের মধ্যে মনোনয়নই পাননি তিনি। অথচ সেখানে বাবর আজম, সিকান্দার রাজারা আছেন।
ভারত থেকে একমাত্র প্রতিনিধি অর্শদীপ সিং। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭টি উইকেট তুলে যৌথভাবে সর্বাধিক উইকেটের মালিক হয়েছিলেন তিনি। গোটা বছর ধরে ১৮টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন অর্শদীপ। গড় ১৩.৫। সেরা বোলিং ৯ রানে ৪ উইকেট। এছাড়া আছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। ১৫ ম্যাচে তিনি করেছেন ৫৩৯ রান। পাকিস্তানের বাবর আজমও রয়েছেন সেরাদের মনোনয়নে। ২৪ ম্যাচে তিনি করেছেন ৭৩৮ রান। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে ব্যর্থ হয়েছেন তিনি। জিম্বাবোয়ের সিকান্দার রাজাও আছেন এই তালিকায়।
সেই সঙ্গে প্রকাশিত হয়েছে ওয়ানডে ক্রিকেটে সেরাদের মনোনয়নও। সেখানে আছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের সেরফান রাদারফোর্ড। এখানেও কোনও ভারতীয় ক্রিকেটার নেই। তবে এবছর ভারত একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই সিরিজে চুনকাম হয়েছিল রোহিত শর্মার ভারত।