সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফিতে প্রবল চাপে ভারত। মেলবোর্নে হেরে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রশ্নের মুখে কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ। শোনা যাচ্ছে, ক্রিকেটারদের উপর ক্ষুব্ধ তিনি। এমনকী ড্রেসিংরুমে নিজের ক্ষোভও উগড়ে দেন ভারতের কোচ।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের ড্রেসিংরুমের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। মেলবোর্নে হারের পর ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে রীতিমতো অসন্তুষ্ট গম্ভীর। বিরাট-রোহিতদের সামনে সাজঘরে বিরক্তিও প্রকাশ করেন। বলে ওঠেন, 'অনেক হয়েছে, আর নয়'। সূত্রের খবর, ক্রিকেটারদের অনেকটাই স্বাধীনতা দিয়েছিলেন তিনি। তার বদলে এবার পূর্ব-পরিকল্পনা অনুযায়ী খেলতেই জোর দেওয়া হবে। আর যে ক্রিকেটার তা মানবে না, তাঁকে দল থেকে বাদও দিতে পারেন গম্ভীর।
এরই মধ্যে জানা যাচ্ছে, এই সিরিজে পূজারাকে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু নির্বাচকরা তাঁর আবেদন খারিজ করে দেন। বর্ডার গাভাসকর ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ রোহিত-বিরাটের মতো অভিজ্ঞরা। রানের দেখা নেই শুভমান গিল ও ঋষভ পন্থের ব্যাটেও। এই অবস্থায় পূজারা থাকলে কি সমস্যা মিটত? অনেকেই সেটা অনুমান করছেন। বিশেষ করে গতবার অজিভূমে ভারতের সাফল্যের পিছনে তাঁর যথেষ্ট অবদান ছিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবারও তাঁকে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু নির্বাচকরা গম্ভীরের আবেদনে সাড়া দেননি বলেই খবর। এমনকী পারথে ভারত ২৯৫ রানে জয় পাওয়ার পরও পূজারার কথা ফের বলেছিলেন ভারতীয় কোচ।