মুস্তাফিজুর রহমানকে নিয়ে নাটক শেষ হচ্ছে না। ভারতে আসতে রাজি নয় বাংলাদেশ। ভারতে ভেন্যু বদলালে কি তারা 'গোঁয়ার্তুমি' ছাড়বে? তার থেকেও এখন বড় প্রশ্ন, মুস্তাফিজুরকে ছাড়াই কি খেলতে হতে পারে তাদের? বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, নিরাপত্তার বিষয়টি নিয়ে আইসিসি চিঠি দিয়েছে বিসিবি'কে। আর তাতে ঝঞ্ঝাট বাড়ছে মুস্তাফিজুরকে নিয়ে।
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর, তাদের দলে মুস্তাফিজুরকে রাখলে নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। আইসিসি নাকি এমনটাই জানিয়েছে তাদের। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি থেকে বলা হয়েছে মুস্তাফিজকে দলে রাখলে তাদের নিরাপত্তার সমস্যা বাড়বে।
বিসিবিকে ভারতেই বিকল্প কোনও ভেন্যুর প্রস্তাব দিচ্ছে আইসিসি। শ্রীলঙ্কা নয়, ভারতেরই অন্য দুই ভেন্যুতে খেলার কথা নাকি জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বিকল্প হিসাবে ভাবা হচ্ছে, চেন্নাই ও তিরুঅনন্তপুরমের কথা। এমনটা হলে ইডেন গার্ডেন্স বা ওয়াংখেড়ে স্টেডিয়ামের বদলে দক্ষিণী রাজ্যে ম্যাচ খেলবে বাংলাদেশ। আইসিসি এবং বিসিসিআই নাকি ইতিমধ্যেই তামিলনাড়ু এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে। তারাও রাজি। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকেই সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
বাংলাদেশ অবশ্য এখনও 'গোঁ' ধরে বসে আছে। আইসিসি'র প্রস্তাবে এখনও রাজি নয় তারা। অন্য দু'টি ভেন্যুতেও খেলার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। আবার এটাও ঠিক, আইসিসি'র প্রস্তাব অনুযায়ী ভারতে খেলতে না এলে বড়সড় শাস্তিও পেতে পারে তারা। সেক্ষেত্রে কি মুস্তাফিরকে 'বিসর্জন' দিয়ে বাংলাদেশ ভারতে আসবে? এই নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলছেন, "আইসিসি যদি আশা করে আমরা দলের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না। আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব আর কিছু হতে পারে না।"
