shono
Advertisement
BCCI

৪,৩৪৭ কোটির সৌদি টি-২০ লিগে ফিকে হবে আইপিএল! পালটা বড় পদক্ষেপের পথে BCCI

এই টি-টোয়েন্টি লিগের ফরম্যাট হবে গ্র্যান্ড স্ল্যাম টেনিসের মতো।
Published By: Sulaya SinghaPosted: 07:29 PM Jun 26, 2025Updated: 08:02 PM Jun 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নতুন লিগ আনছে সৌদি আরব। গ্ল্যামার আর বাজেটের দিক থেকে নাকি আইপিএল এবং বিগ ব্যাশকেও ছাপিয়ে যাবে এই টি-টোয়েন্টি লিগ। স্বাভাবিকভাবেই আইপিএলের জনপ্রিয়তা খর্ব হতে দিতে চায় না বিসিসিআই। একইসঙ্গে নিজেদের লিগের জৌলুস বজায় রাখতে বদ্ধপরিকর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও। তাই সৌদির দহরম-মহরম রুখতে দুই বোর্ড হাত মিলিয়ে বড়সড় পদক্ষেপ করতে চলেছে বলেই খবর।

Advertisement

ব্রিটিশ সংবাদপত্র 'দ্য গার্জিয়ান'-এ প্রকাশিত খবর অনুযায়ী, এনিয়ে দুই বোর্ডের মধ্যে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। চলতি মাসে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলাকালীন হয় আলোচনা। সেখানেই নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই নয়া লিগে খেলার জন্য তাদের ক্রিকেটারদের NOC অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে না। যার অর্থ দাঁড়ায় ইংল্যান্ড এবং ভারতীয় কোনও তারকাকেই সেখানে খেলতে দেখা যাবে না। পাশাপাশি আইসিসি-কেও আর্জি জানানো হবে এই লিগে রাশ টানতে।

ক্রিকেটের বাজার ধরতে বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শুরু করছে সৌদি আরব। এই লিগ চালু করতে সৌদি আরব ৫০ কোটি ডলার (৪৩৪৭ কোটি টাকা) খরচ করবে। পাশাপাশি, মহিলা লিগও শুরু করা হবে। সূত্রের খবর, কিছু অজি ক্রিকেট বিশেষজ্ঞ এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সৌদি আরবকে প্রস্তাবিত মাল্টি টি-টোয়েন্টি লিগ পরিকল্পনায় মদত জোগাচ্ছে। এই লিগ শুরু করার জন্য সৌদি আরব সরকার তাদের ক্রীড়া খাতের তহবিল থেকে খরচ করবে। কিছু বহুজাতিক সংস্থা এতে টাকা ঢালবে বলেও খবর। ২০২০ সালের পর থেকে ফুটবল, টেনিস, গলফ এবং ফর্মুলা ওয়ান রেসে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে সৌদি। শুধু তাই নয়, সৌদি আরব ফিফা বিশ্বকাপ আয়োজনের দিকেও লক্ষ্য রাখছে। এবার তাদের নজর ক্রিকেটে।

এই টি-টোয়েন্টি লিগের ফরম্যাট হবে গ্র্যান্ড স্ল্যাম টেনিসের মতো। লিগে শুরুতে মোট আটটি দল থাকবে। দলগুলো সারাবছর ধরে বিভিন্ন দেশে খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে সৌদি আরবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বাভাবিকভাবেই আইপিএলের জনপ্রিয়তা খর্ব হতে দিতে চায় না বিসিসিআই।
  • একইসঙ্গে নিজেদের লিগের জৌলুস বজায় রাখতে বদ্ধপরিকর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও।
  • তাই সৌদির দহরম-মহরম রুখতে দুই বোর্ড হাত মিলিয়ে বড়সড় পদক্ষেপ করতে চলেছে বলেই খবর।
Advertisement