shono
Advertisement

Breaking News

Vaibhav Suryavanshi

বৈভবের নতুন সম্মান, দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হল তরুণ তুর্কি

চলতি বছর দুরন্ত ফর্মে রয়েছে বিহারের তরুণ ব্যাটার।
Published By: Anwesha AdhikaryPosted: 01:03 PM Dec 26, 2025Updated: 01:53 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সে মাঠে নামলেই ছারখার হয় রেকর্ড। নতুন ইতিহাস তৈরি হয় তার ব্যাটে। সেই বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মুকুটে এবার জুড়ল নতুন পালক। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেল বিহারের এই তরুণ তুর্কি। উল্লেখ্য, পাঁচ বছর থেকে ১৮ বছর বয়সিদের জন্য এটাই ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান।

Advertisement

আইপিএল থেকে শুরু করে ভারতের অনূর্ধ্ব ১৯ দল, রাজ্য দল বিহার-সর্বত্রই দারুণ ব্যাটিং করেছে বৈভব। অনেকেই তার মধ্যে তরুণ শচীন তেণ্ডুলকরের ছায়া দেখতে পাচ্ছেন। খেলার মাঠে একগুচ্ছ পুরস্কার জেতার পর এবার রাষ্ট্রীয় সম্মান পেল ১৪ বছর বয়সি বৈভব। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে এই সম্মান গ্রহণ করেছে তরুণ ব্যাটার। খেলার মাঠে দুরন্ত পারফরম্যান্সের জন্যই বৈভবের হাতে উঠল প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হবে বৈভবের।

উল্লেখ্য, যুব এশিয়া কাপেও সেঞ্চুরি করেছিল বৈভব। তবে ফাইনালে ভালো খেলতে পারেনি। ভারতও যুব এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছে। কিন্তু দেশের মাটিতে ফিরতেই দাপট শুরু তার। বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলছে তরুণ তুর্কি। মাঠে নেমেই মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকায় বৈভব। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। বিশ্বের কনিষ্ঠতম হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির নজিরও গড়ে ফেলেছে বৈভব।

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার গ্রহণের জন্য শুক্রবার বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারেনি বৈভব। প্রসঙ্গত, ভালো খেললেও জাতীয় দলের জার্সিতে কোনও ট্রফি জিততে পারেনি বিহারের এই কিশোর। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। সেখানে ভালো খেলে ট্রফিখরা কাটাতে মরিয়া থাকবে বৈভব। তার আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার আরও তাতিয়ে দিতে পারে তাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএল থেকে শুরু করে ভারতের অনূর্ধ্ব ১৯ দল, রাজ্য দল বিহার-সর্বত্রই দারুণ ব্যাটিং করেছে বৈভব।
  • যুব এশিয়া কাপেও সেঞ্চুরি করেছিল বৈভব। তবে ফাইনালে ভালো খেলতে পারেনি।
  • প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার গ্রহণের জন্য শুক্রবার বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারেনি বৈভব।
Advertisement