shono
Advertisement
IPL 2025

শুরু বিদেশি ক্রিকেটারদের ফেরানো, দ্রুতই শুরু আইপিএল, ইঙ্গিত বোর্ডের

এখনও আইপিএলের ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, ফাইনাল-সহ চারটি প্লে অফ ম্যাচ বাকি।
Published By: Subhajit MandalPosted: 12:33 PM May 11, 2025Updated: 12:33 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর হতেই জোরালো হতে শুরু করল ফের আইপিএলের অসমাপ্ত অংশ শুরুর জল্পনা। শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব আইপিএল পুনরায় শুরু করতে চায় বিসিসিআই। ইতিমধ্যেই সেই লক্ষ্যে বিদেশি ক্রিকেটারদের ফের ভারতে আসার নির্দেশ দেওয়া শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি।

Advertisement

উল্লেখ্য, ভারত-পাক সংঘাতের আবহে স্থগিত রাখা হয়েছে আইপিএল। নিজেদের বাড়ির পথে পা বাড়িয়েছেন ১০ দলের বিদেশি ক্রিকেটাররা। এখনও আইপিএলে বাকি ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, ফাইনাল-সহ চারটি প্লে অফ ম্যাচ। তবে সেই ম্যাচগুলি খুব দ্রুতই শুরু হতে চলেছে। আগামী বৃহস্পতিবার থেকে আইপিএল পুরোদমে শুরু হবে, এমনটাও শোনা যাচ্ছে। আসলে বাকি ম্যাচগুলি না হলে ২ হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে বিসিসিআইয়ের। সেই বিষয়টিও মাথায় রেখে দ্রুত আইপিএল আয়োজন করতে চাইছে বোর্ড। কোনও কোনও মহলে শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই আইপিএলের নতুন সূচি ঘোষণা হবে।

সূত্রের খবর, বোর্ডের তরফে বিদেশি ক্রিকেটারদেরও আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছিল। ইঙ্গিত দেওয়া হয়েছিল, এক সপ্তাহের মধ্যেই আইপিএল শুরু হতে পারে। এবার ফ্র্যাঞ্চাইজিগুলিই বিদেশি ক্রিকেটারদের ফোন করা শুরু করেছে। দ্রুত রিপোর্ট করতে বলা হচ্ছে। শোনা যাচ্ছে, বোর্ডের তরফে ইতিমধ্যেই ক্রিকেটারদের দেশে ফেরানোর ব্যাপারে সবুজ-সংকেত দেওয়া হয়েছে। যদিও সেটা বেসরকারিভাবে। আসলে আইপিএল বন্ধ হওয়ার পর অধিকাংশ বিদেশি ক্রিকেটারই দেশে ফিরেছেন। তাঁদের আবার ভারতে ফেরানোর প্রক্রিয়াটা খুব সহজ নয়। সেকারণেই দ্রুত পদক্ষেপ করছে ফ্র্যাঞ্চাইজিগুলি।

এখন প্রশ্ন হল, সত্যিই কি বৃহস্পতিবার থেকে পুনরায় আইপিএল শুরু করা সম্ভব? বোর্ড সূত্রের খবর, হাতে এখনও দিন তিনেক সময়। এর মধ্যে সবটা করে ফেলাই যায়। কিন্তু এখনও আইপিএল শুরুর ব্যাপারে সরকারের তরফে ছাড়পত্র মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর হতেই জোরালো হতে শুরু করল ফের আইপিএলের অসমাপ্ত অংশ শুরুর জল্পনা।
  • শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব আইপিএল পুনরায় শুরু করতে চায় বিসিসিআই।
  • ইতিমধ্যেই সেই লক্ষ্যে বিদেশি ক্রিকেটারদের ফের ভারতে আসার নির্দেশ দেওয়া শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি।
Advertisement