সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলকে বেলাইন করে সিনিয়র মহিলাদের ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল বাংলা। রাজকোটে রেলওয়েজকে ৬ উইকেটে হারিয়ে দিল বাংলার মেয়েরা। ব্যাট হাতে ঝড় তুললেন ধারা গুজ্জর ও মিতা পাল।
আগের ম্যাচে মহিলাদের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করার রেকর্ড গড়েছিল বাংলা। এদিনও ছুটল অশ্বমেধের ঘোড়া। রেলওয়েজ গতবারের চ্যাম্পিয়ন। এদিন রাজকোটে প্রথমে ব্যাট করে ৩০০ রান তোলে তারা। ঝাঁসি লক্ষী ও নুজহাত পারভিন দুজনেই শতরান করেন। বাংলার হয়ে অধিনায়ক সাইকা ইসাক ৪৮ রান দিয়ে ৩ উইকেট তুলে দেন।
জবাবে বাংলা মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ১২৩ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ধারা গুজ্জর। ম্যাচের সেরাও তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন মিতা পাল। ৬৬ বলে ৭৬ রান করেন তিনি। তাঁদের দাপটে ৪৯ ওভারে ৩০১ রান তুলে নেয় বাংলা। ফাইনালে বাংলার সামনে মধ্যপ্রদেশ।
ম্যাচের পর ধারা বলেন, "আমি গোড়ার ব্যাপারগুলোতে জোর দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম ম্যাচটাকে একেবারে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে। যেখান থেকে জয় পাওয়া সহজ হয়। পিচ ব্যাটের জন্য ভালো ছিল। একবার থিতু হয়ে গেলে আর অসুবিধা ছিল না। মিতার সঙ্গে পার্টনারশিপ আমাদের জিততে সাহায্য করেছে।" শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা বালা ও পার্বতী রানা অপরাজিত থেকে বাংলাকে ফাইনালে তুলে দেন।