সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের ২২ গজে দুরন্ত ছন্দে ছেলে। টেস্টে প্রথমবার হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি। আর গ্যালারিতে বসে সেই দৃশ্যের সাক্ষী বাবা মুত্যালা রেড্ডি। সন্তানের এহেন সাফল্য দেখার চেয়ে বেশি আনন্দের মুহূর্ত অভিভাবকের কাছে আর কী-ই বা হতে পারে! আর সেই মুহূর্তকেই আরও বেশি করে মজাদার করে তুললেন নীতীশ কুমার রেড্ডি ( Nitish Kumar Reddy)। ৫০ রান করতেই সুপারহিট ছবি 'পুষ্পা'র স্টাইলে করলেন সেলিব্রেশন।
মেলবোর্ন টেস্টে (BGT 2024-25) অস্ট্রেলিয়ার পাহাড় প্রমাণ ৪৭৪ রানের বোঝায় যখন তৃতীয় দিনের শুরুতে ধুকতে শুরু করেছে ভারত, তখনই ত্রাতা হিসেবে ধরা দিলেন নীতীশ। প্রথম একাদশে তাঁকে রাখা নিয়ে নানা মুণির নানা মত। কিন্তু বর্ডার গাভাসকর সিরিজে নিজেকে প্রমাণ করতে কোনও খামতি রাখেননি এই অলরাউন্ডার। ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার মতো গুরুত্বপূর্ণ দুটি উইকেটের পতনের পর মাঠে নেমে দলকে অক্সিজেন দিয়ে চললেন নীতীশ। সঙ্গী ওয়াশিংটন সুন্দর। নীতীশের ব্যাট থেকে ৮১ বলে এল অর্ধ শতরান। তবে যে চাপের মুহূর্তে দায়িত্ব নিয়ে এই রান তিনি করলেন, সেটাই ভারতীয় শিবিরের কাছে বড় পাওনা। ভারতকে ফলো অনের চাপ থেকেও মুক্ত করেন তিনি। আর পাঁচদিনের ক্রিকেটে প্রথমবার হাফ সেঞ্চুরি করেই একেবারে 'পুষ্পা' আল্লু অর্জুনের সিগনেচর স্টাইলে করলেন সেলিব্রেশন। ব্যাট হাতে বোঝালেন, 'ঝুকেগা নহি'। গ্যালারিতে তখন উচ্ছ্বসিত তারকার বাবা। বর্তমানে সোশাল মিডিয়ার চর্চায় সেই দৃশ্যের ভিডিও।
এই অর্ধ শতরানের সৌজন্যে কিংবদন্তি অনিল কুম্বলের মাইলস্টোনও স্পর্শ করে ফেলেন নীতীশ। অজিভূমে আট নম্বরে ব্যাট করে হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। চলতি সিরিজে ব্যাট হাতে নজর কেড়েছেন দক্ষিণী ক্রিকেটার। পারথ টেস্টে ৪১ ও ৩৮ রানে নটআউট ছিলেন। অ্যাডিলেডে দুই ইনিংসেই ৪২ করে রান এসেছিল তাঁর ব্যাট থেকে। গাব্বায় ১৬ রানে আউট হলেও মেলবোর্নে আবারও ফর্মে তিনি।