shono
Advertisement
RCB

অন্য কোথাও নয়, আরসিবির ম্যাচ হবে চিন্নাস্বামীতেই? শেষবেলায় নাটকীয় পটপরিবর্তন

আরসিবি ইতিমধ্যেই চিন্নাস্বামীতে না খেলার ব্যাপারে একপ্রকার মনস্থির করে ফেলেছে। বিকল্প ভেন্যুরও খোঁজ করে ফেলেছে বিরাটদের ফ্র্যাঞ্চাইজি।
Published By: Subhajit MandalPosted: 08:17 PM Jan 17, 2026Updated: 08:17 PM Jan 17, 2026

শেষ মুহূর্তে নাটকীয় পটপরিবর্তন। ফের কি চিন্নাস্বামীতেই আইপিএল খেলবেন বিরাট কোহলিরা? সম্ভাবনা জোরাল হল কর্নাটক সরকারের এক পদক্ষেপে। চিন্নাস্বামীতে আইপিএল এবং আন্তর্জাতিক স্তরের ম্যাচ আয়োজনের অনুমতি দিয়ে দিল কর্নাটক সরকার। প্রশ্ন হল, এবার কি সিদ্ধান্ত বদলাবে আরসিবি?

Advertisement

গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭। মর্মান্তিক ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্নাটক হাই কোর্ট। তারপর থেকেই ঘটনার দায় ঠেলাঠেলি শুরু হয় কর্নাটক সরকার এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে। ওই ঘটনার দায় কার? তা নিয়ে দীর্ঘদিন দড়ি টানাটানি চলেছে। অবশেষে কর্নাটক ক্রিকেট সংস্থা সরকারের কাছে চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি পেল।

কেএসসিএর তরফে শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, "কর্নাটক সরকার আমাদের শর্তসাপেক্ষে আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অনুমতি দিয়েছে। আমরা আশা করি সেই সব শর্ত পালন করতে পারব। এবং দ্রুত চিন্নাস্বামীতে ক্রিকেট ফিরবে।" কেএসসিএ বলছে, "আমরা দর্শকদের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখতে বদ্ধপরিকর।" কেএসসিএ যদি সরকারের দেওয়া শর্ত পূরণ করে ম্যাচ আয়োজন করতে পারে, তাহলে চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে আর বাধা নেই।

কিন্তু সমস্যা অন্য জায়গায়। আরসিবি ইতিমধ্যেই চিন্নাস্বামীতে না খেলার ব্যাপারে একপ্রকার মনস্থির করে ফেলেছে। বিকল্প ভেন্যুরও খোঁজ করে ফেলেছে বিরাটদের ফ্র্যাঞ্চাইজি। আরসিবি রায়পুর ও নবি মুম্বইয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। যদিও সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চিন্নাস্বামী পাওয়া যাবে না ধরে নিয়েই। এবার চিন্নাস্বামীতে খেলার বাধা কাটল। কর্নাটক ক্রিকেট সংস্থাও চাইছে আরসিবির ম্যাচ সে রাজ্যে আয়োজন করতে। এখন দেখার ফ্র্যাঞ্চাইজি কর্তারা সিদ্ধান্ত বদলান কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement