সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'তোমার বল খুব আস্তে আসছে'। পারথে মিচেল স্টার্ককে খোঁচা মেরেছিলেন যশস্বী জয়সওয়াল। তার পর অ্যাডিলেডে অজি পেসারদের গতিতে ধরাশায়ী হয়েছিল টিম ইন্ডিয়ার ব্যাটাররা। আচমকা বাউন্সে উইকেট দিয়ে এসেছিলেন বিরাট-পন্থরা। ব্রিসবেনেও রোহিতদের স্বাগত জানানো জন্য তৈরি হচ্ছে বাউন্সযুক্ত পিচ।
১৪ তারিখ থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট। গত সফরে এই গাব্বাতেই অস্ট্রেলিয়ার 'অহংকার' ভেঙে দিয়েছিলেন পন্থরা। কিন্তু এবার ক্রিসমাসের আগে পেস ও বাউন্সের উপহার নিয়ে তৈরি কামিন্স, স্টার্করা। এমনিতেও পেসের জন্য বিখ্যাত গাব্বার পিচ। অতিথি সৎকারের জন্য ব্রিসবেনকেই তৈরি রাখত ব্যাগি গ্রিনরা। এবারও বন্দোবস্ত সেরকমই। সবুজ ঢাকা গালিচায় রোহিতদের সামলাতে হবে অস্ট্রেলিয়ার পেস ব্যাটারিকে।
সমস্যা এখানেই 'ইতি গজ' নয়। অ্যাডিলেডে হেজেলউডের জায়গায় খেলেছিলেন স্কট বোলান্ড। তিনিও তুলে নিয়েছিলেন ৫ উইকেট। সব ঠিক থাকলে ব্রিসবেনে ফিরছেন হেজেলউড। অর্থাৎ ত্রিমুখী পেস আক্রমণ তৈরি অস্ট্রেলিয়ার। গোদের উপর বিষফোঁড়াও আছে। তার নাম বৃষ্টি। সাধারণত এই সময় ব্রিসবেনে বৃষ্টি হয় না। কিন্তু মেঘে ঢাকা আকাশ মাথায় নিয়েই ব্রিসবেনে প্রবেশ করল গম্ভীর ব্রিগেড। গত মঙ্গলবারও প্রবল বৃষ্টি হয়েছে। ম্যাচের দিন সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তার আগে আকাশ পরিষ্কার না হলে পেস-বাউন্সের উইকেটে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে।
বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। শুধু সিরিজ জিতে সম্মানরক্ষা নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার পরীক্ষাও দিতে হবে। গাব্বা নিয়ে যত 'অহংকার'ই থাকুক না কেন, একটা পরিসংখ্যান ভাবাবে ভারতকে। ক্রিসমাসের আগে এখানে ৬১টি টেস্টের মধ্যে মাত্র ৭টিতে হেরেছে অস্ট্রেলিয়াকে। কিন্তু তার পরে ৫টার মধ্যে তিনটে টেস্টে হারতে হয়েছে। তার মধ্যে গত তিন বছরের মধ্যেই দুটি হেরেছে তারা। অতএব বড়দিনের আগে বাউন্স, বৃষ্টির সঙ্গে ক্রিসমাস পরিসংখ্যানের উপহার নিয়ে ভারতের পরীক্ষা নেবে অস্ট্রেলিয়া। 'বল আস্তে আসছে', এই অভিযোগের আর সুযোগ পাবেন না যশস্বীরা।