shono
Advertisement
Border Gavaskar Trophy

'ভারতকে চুপ করানোই আমাদের কাজ', বর্ডার-গাভাসকর ট্রফির আগে হুঙ্কার কামিন্সের

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জেতা তাঁর কেরিয়ারের অন্যতম লক্ষ্য, বলছেন অজি অধিনায়ক।
Published By: Subhajit MandalPosted: 02:15 PM Oct 30, 2024Updated: 04:21 PM Oct 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগে খানিক মজাচ্ছলেই বলেছিলেন, গোটা স্টেডিয়ামকে চুপ করিয়ে দেবেন। পরে বাস্তবিকই গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লাখখানেক দর্শককে চুপ করিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। কার্যত একপেশে ম্যাচে ভারতকে হারিয়ে বিশ্বজয়ীর খেতাব জিতে নেয় কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়া। বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) আগেও খানিক একই সুরে ভারতকে 'চুপ' করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন অজি অধিনায়ক।

Advertisement

কামিন্স বলছেন, "ভারত আগেও অস্ট্রেলিয়ায় খেলেছে। এবং ভালো পারফর্ম করেছে। আমাদের কাজ হচ্ছে ওদের চুপ করিয়ে দেওয়া।" নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের অপ্রত্যাশিত সিরিজ হার অস্ট্রেলিয়াকে খানিকটা হলেও সুবিধা দেবে, সেটা মানছেন কামিন্স। অজি অধিনায়কের কথায়, "কোনও দল যখন চাপে থাকে, তখন তাদের বিরুদ্ধে খেলতে একটা সুবিধা তো হয়ই। তবে মনে রাখতে হবে, ভারত আগেও অস্ট্রেলিয়ায় খেলছে এবং ভালো খেলছে।"

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ দুটি বর্ডার-গাভাসকর ট্রফি ভারতের দখলে গিয়েছে। আবার এর মাঝে অস্ট্রেলিয়া ভারত সফরে এসেও টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি। ঘটনাচক্রে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স এখনও ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে পারেননি। অকপটে কামিন্স জানিয়ে দিয়েছেন, ভারতের বিরুদ্ধে সিরিজ জয় তাঁর কেরিয়ারের অন্যতম লক্ষ্য। কামিন্স বলছেন, "এটা আমার জন্য বড় একটা ব্যাপার। বিশেষ করে ঘরের মাঠে জেতা।"

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ খেলতে উড়ে যাবে টিম ইন্ডিয়া। যার মধ্যে একটি দিনরাতের টেস্টও থাকছে। এই সিরিজের উপর ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলেরই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা নির্ভর করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর ট্রফির আগেও খানিক একই সুরে ভারতকে 'চুপ' করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন অজি অধিনায়ক।
  • কামিন্স বলছেন, "ভারত আগেও অস্ট্রেলিয়ায় খেলেছে। এবং ভালো পারফর্ম করেছে। আমাদের কাজ হচ্ছে ওদের চুপ করিয়ে দেওয়া।"
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের অপ্রত্যাশিত সিরিজ হার অস্ট্রেলিয়াকে খানিকটা হলেও সুবিধা দেবে, সেটা মানছেন কামিন্স।
Advertisement