সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে সিডনিতে খেলেননি রোহিত শর্মা। তা নিয়ে প্রথমে বিস্তর জলঘোলা হয়। পরে রোহিত নিজেই জানান, এই টেস্ট থেকে সরে এসেছেন। আর তা নিয়ে চরম বিদ্রুপ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচ।
বর্ডার গাভাসকর ট্রফিতে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত। ৬.২০ গড়ে মাত্র ৩১ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়াও ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। এই পরিস্থিতিতে কটাক্ষ করার সুযোগ ছাড়লেন না কাটিচ। তিনি বলেন, "যদি আপনি রোহিতের স্কোর দেখেন, তাহলে বুঝতে পারবেন কী দুর্দশা। আমরা তো এই টেস্টে দেখলাম। নিজেকে বসিয়ে নিঃস্বার্থ আচরণ করে ভালোই করেছে।"
এর মধ্যে ক্রিকেটমহলের একাংশের দাবি, রোহিত শর্মাকে বসিয়ে দেওয়া হোক। এমনকী, টেস্ট থেকে তিনি অবসর নিতে পারেন এমন জল্পনাও ছিল। সিডনি টেস্টের সময় সেসব গুজব উড়িয়ে দিয়েছেন হিটম্যান। সেটা শুনে কাটিচ বিদ্রুপ করেন, আমি ওর ইন্টারভিউটা শুনলাম। খুব ভালো ভালো কথা বলেছে। এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে ওর ভবিষ্যৎ আছে। ক্রিকেট কেরিয়ার শেষ করে রোহিত স্ট্যান্ড আপ কমেডি করতে পারে। ওর রসবোধ তো খুবই ভালো।"
এখানেই থামেননি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। চলতি বছরের জুন মাসে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ আছে। সেখানে কি খেলবেন রোহিত? রীতিমতো সাবধান করে দিয়ে কাটিচ বলছেন, "শুধু ওই জানে এখনও ভালো খেলার খিদে আছে কিনা। রোহিতের বয়স এখন ৩৭। ইংল্যান্ড সিরিজ কিন্তু একেবারেই সহজ হবে না। ওদের গাস অ্যাটকিনসন আর ব্রাইডন কারসের মতো পেসার আছে। যদি রোহিত ইংল্যান্ড সফরে যায় বা ভারতীয় নির্বাচকরা ওকে ইংল্যান্ডে পাঠায়, তাহলে ওকে সমস্যায় পড়তে হবে। টেস্টে সামনের দিকে ব্যাট করা ৩৭ বছর বয়সি একজনের জন্য নয়।" এবার দেখার ব্যাট হাতে রোহিত শর্মা যোগ্য জবাব দিতে পারেন কিনা।