shono
Advertisement
ICC

টেস্টে বড়সড় বদলের পরিকল্পনা জয় শাহের ICC-র! উঠে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও?

নতুন পরিকল্পনা নিয়ে আইসিসি আলোচনায় বসতে পারে বিসিসিআই-সহ একাধিক বোর্ডের সঙ্গে।
Published By: Arpan DasPosted: 05:49 PM Jan 06, 2025Updated: 05:49 PM Jan 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে বড়সড় বদল আনতে পারে আইসিসি। টেস্ট খেলিয়ে দেশগুলিকে দুটি ভাগে বিভক্ত করে টেস্ট সিরিজ হতে পারে আগামী দিনে। সেই বিষয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি। সেক্ষেত্রে কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও উঠে যাওয়ার মুখে? জানা যাচ্ছে, দুই সারির টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনায় বসতে পারে বিসিসিআই-সহ একাধিক বোর্ড।

Advertisement

১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। ততদিনে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হয়ে গিয়েছিল। টেস্ট ক্রিকেট নিয়ে যে এখনও বিরাট উন্মাদনা আছে, তার প্রমাণ পাওয়া গিয়েছে বর্ডার গাভাসকর ট্রফিতে। গোটা সিরিজ জুড়ে প্রায় ৯ লক্ষ দর্শক উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। একমাত্র অ্যাসেজেই এরকম উন্মাদনা চলে অস্ট্রেলিয়ায়।

আইসিসি থেকে নতুন যে পরিকল্পনার কথা ভাবা হচ্ছে, সেখানে টেস্ট খেলিয়ে দেশগুলিকে দুভাগে বিভক্ত করা হবে। যার প্রথম সারিতে থাকবে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান। দ্বিতীয় সারিতে থাকবে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবোয়ে। সাম্প্রতিক সময়ে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের জনপ্রিয়তা নতুন করে ভাবাচ্ছে জয় শাহদের।

সূত্রের খবর, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে চলেছে আইসিসি। যদি এই টু-টায়ার প্রয়োগ করা হয়ও, তাহলে সেটা ২০২৭ পর্যন্ত টেস্ট সিরিজ চক্রের পরই হবে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কি আর হবে? যদি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দেশগুলি নিয়মিত খেলতে থাকে, তাহলেও কি সেই উন্মাদনা থাকবে? অনেক উত্তরই খুঁজতে হবে আইসিসিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেস্ট ক্রিকেটে বড়সড় বদল আনতে পারে আইসিসি।
  • টেস্ট খেলিয়ে দুটি ভাগে বিভক্ত করে টেস্ট সিরিজ হতে পারে আগামী দিনে।
  • সেই বিষয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি।
Advertisement