shono
Advertisement
CAB

আম্পায়ারকে গালিগালাজ করে নির্বাসনের পথে সিএবি কর্তাই, বেনজির ঘটনায় শোরগোল ময়দানে

বহিস্কার করার ঘটনা একেবারেই বিরল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থায়।
Published By: Anwesha AdhikaryPosted: 09:52 AM Dec 26, 2025Updated: 09:52 AM Dec 26, 2025

স্টাফ রিপোর্টার: নিজে সিএবি-র পরিচিত কর্তা, ফিনান্স কমিটির সদস্য। তবে নিজের ক্লাবের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি। তাই মাঠেই গালিগালাজ করেছিলেন আম্পায়ারকে। ম্যাচ অবজার্ভারের রিপোর্ট পেতেই তা নিয়ে বৈঠক ডাকে সিএবি। সেখানে হওয়া সিদ্ধান্ত অনুযায়ী, অন্তত তিন ম্যাচ ওই কর্তাকে সাসপেন্ড করতে চলেছে সিএবি। নিজেদের কর্তাকে এভাবে আম্পায়ারদের উপর চড়াও হওয়ার জন্য বহিস্কার করার ঘটনা একেবারেই বিরল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থায়।

Advertisement

ঘটনার কেন্দ্রে ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাবের কর্তা অয়ন নন্দী, ময়দানে যিনি পরিচিত বান্টি নামেই। ফিনান্স কমিটির সদস্য হওয়ার পাশাপাশি বাইরে থেকে কলকাতায় খেলতে আসা দলের লোকাল ম্যানেজার হিসাবে দায়িত্ব সামলাতে দেখা যায় তাঁকে। ১৩ ডিসেম্বর কাস্টমসের বিরুদ্ধে সিএবি প্রথম ডিভিশন গ্রুপ 'সি'-র ম্যাচে মুখোমুখি হয়েছিল অয়নের ক্লাব ইন্ডিয়ান বয়েজ। সে ম্যাচ ৬ উইকেটে জেতে কাস্টমস। সেদিন আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে অয়ন গালিগালাজ করেন বলে রিপোর্ট দেন ম্যাচ অবজার্ভার। এরপরই ২০ ডিসেম্বর বিষয়টি নিয়ে বৈঠক ডাকে সিএবি। সূত্রের খবর, বৈঠকে দোষ স্বীকার করে ক্ষমা চান অয়ন। তবে বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপই করতে চলেছে সিএবি। ঠিক হয়েছে তিন ম্যাচ সাসপেন্ড করা হবে অয়নকে। দু'একদিনের মধ্যেই সরকারিভাবে চিঠি দেওয়া হবে সব পক্ষকে। আম্পায়ারকে গালিগালাজ করে শেষ কবে কোনও সিএবি কমিটি সদস্য সাসপেন্ড হয়েছেন, তা মনে করতে পারছে না ময়দান।

মাঠে আম্পায়ারকে গালিগালাজের অভিযোগ স্বীকার করে নিয়েছেন অয়ন। তাঁর বক্তব্য, "আম্পায়েরের সিদ্ধান্তের জেরে আমি মেজাজ হারিয়ে ফেলেছিলাম। সিএবি থেকে বৈঠকে ডাকা হয়েছিল। সেখানে যা বলার বলেছি। তবে আমাকে সরকারিভাবে কোনও শাস্তির কথা বলা হয়নি।" সরকারিভাবে এখনও বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা হয়নি বলে জানিয়েছেন সিএবি সচিব বাবলু কোলে। তবে অয়নকে তিন ম্যাচ সাসপেন্ড করার কথা অস্বীকারও করছেন না তিনি। সিএবি সচিব বলেন, "আমরা একটা অভিযোগ পেয়েছি। সেইমতো বৈঠক ডাকা হয়েছিল। সবার বক্তব্য শোনা হয়েছে। দু-একদিনের মধ্যে আমরা সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা করব। তবে যা শোনা যাচ্ছে, তেমনই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটুকু বলতে পারি, আমরা শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে কোনও নমনীয়তা দেখাব না।" পাশাপাশি আম্পায়ারদের যতটা সম্ভব নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্যও বলা হয়েছে বলে দাবি সিএবি সচিবের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘটনার কেন্দ্রে ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাবের কর্তা অয়ন নন্দী, ময়দানে যিনি পরিচিত বান্টি নামেই।
  • সূত্রের খবর, বৈঠকে দোষ স্বীকার করে ক্ষমা চান অয়ন। তবে বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপই করতে চলেছে সিএবি।
  • আম্পায়ারকে গালিগালাজ করে শেষ কবে কোনও সিএবি কমিটি সদস্য সাসপেন্ড হয়েছেন, তা মনে করতে পারছে না ময়দান।
Advertisement