সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজব কাণ্ড। এমনিতেই ক্রিকেটারদের টাকা না পাওয়া, গড়াপেটা, বেনিয়মের মতো অভিযোগে বরাবর শিরোনামে থাকে বিপিএল। কিন্তু এবার যা ঘটল সেটা একপ্রকার কল্পনার অতীত। লিগ শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালস দলের মালিকানা ছেড়ে দিল ট্রায়াঙ্গুল সার্ভিস নামের সংস্থা।
এমনিতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে ঝামেলা প্রতিবারের ঘটনা। এবার চট্টগ্রাম দলের মালিকানা গিয়েছিল ট্রায়াঙ্গুল সার্ভিস নামের সংস্থার হাতে। সংস্থার কর্ণধার আবদুল কাইয়ুম নিলামের আগে বড়বড় স্বপ্ন দেখিয়েছিলেন সমর্থকদের। নিলামেও চমক ছিল। এবার বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হিসাবে ১ কোটি ১০ লক্ষ টাকায় বাংলাদেশের নাইম শেখকে কেনে এই দলটিই। ভালো বিদেশি ক্রিকেটারকেও সই করায়।
কিন্তু লিগ এগিয়ে আসতেই ফ্র্যাঞ্চাইজির দৈন্যদশা প্রকাশ্যে চলে আসে। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করলেও তাঁদের পারিশ্রমিক দিতে পারেনি তারা। সূত্রের খবর, ফ্র্যাঞ্চাইজিটি প্রত্যাশামতো স্পনসর জোগাড় করতে পারেনি। ফলে ক্রিকেটারদের চুক্তিমতো অর্থ মেটাতে পারেনি। অনেক ক্রিকেটারকে চুক্তির প্রতিশ্রুতি দিলেও চুক্তি করতে পারেনি। শেষে লিগ শুরুর একদিন আগে ওই ফ্র্যাঞ্চাইজির মালিকানা থেকে অব্যাহতি চেয়ে বিসিবিকে চিঠি লিখেছেন মালিক আবদুল কাইয়ুম। সাফ জানিয়ে দিয়েছেন, আর্থিক দৈনে তাঁর পক্ষে আর দল চালানো সম্ভব নয়। তিনি অব্যাহতি চান। অর্থাৎ লিগের একদিন আগে পলাতক মালিক!
এই পরিস্থিতিতে বিপিএল আদৌ শুরু করা যাবে কিনা, সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। অগত্যা আসরে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে, চট্টগ্রাম দলটা এবার তাঁরাই চালাবে। অবশ্য সেটা যতদিন না চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন মালিকের সন্ধান পাওয়া যাচ্ছে, ততদিন। বোর্ড জানিয়েছে, ক্রিকেটারদের বকেয়া তারাই মেটাবে। যে সব ক্রিকেটারের সঙ্গে চুক্তি হয়নি সেগুলিও তারাই করবে। চট্টগ্রাম রয়্যালসের নতুন ম্যানেজমেন্টও ঠিক করেছে বিসিবি। মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুল বাশারকে। এ ছাড়া প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান ও ম্যানেজার হিসেবে নাফিস ইকবালকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ বোর্ডের পরিচালিত লিগে বোর্ডেরই মালিকানাধীন দল খেলবে। বিশ্বে আর কোথাও সম্ভবত এমনটা হয় না। অবশ্য ইউনুসের 'নতুন' বাংলাদেশে সবই সম্ভব।
