সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে 'সুপারহিট' কামব্যাক করেছিলেন দু'জনেই। কিন্তু দ্বিতীয় ম্যাচেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Rohit Sharma-Virat Kohli) পারফরম্যান্সে আকাশপাতাল তফাত। শুক্রবার বিজয় হাজারের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে প্রথম বলেই আউট হিটম্যান। তবে দুরন্ত ফর্ম ধরে রেখেছেন বিরাট। শুক্রবার তাঁর ব্যাট থেকে এল ৭৭ রান।
শুক্রবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই। রাজস্থানের সোয়াই মানসিং স্টেডিয়ামে ভিড় ছিল যথেষ্ট। হিটম্যানকে দেখতে সাতসকালে মাঠে পৌঁছে গিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা, সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। কিন্তু এদিন ভক্তদের হতাশ করলেন রোহিত। টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায় উত্তরাখণ্ড। ওপেন করতে নামেন রোহিত। কিন্তু প্রথম বলেই বড় শট হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন। গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফেরেন হতাশ রোহিত।
তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের সোনালি ফর্ম ঘরোয়া ক্রিকেটেও ধরে রেখেছেন বিরাট। বিজয় হাজারেতে ফিরে ১৩১ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি না এলেও দারুণ ব্যাটিং বিরাটের। প্রথম ১০ বলেই দুটি চার এবং একটি ছক্কা হাঁকান। ঝোড়ো ইনিংস খেলে মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন কিং কোহলি। গুজরাটের বিরুদ্ধে ৭৭ রান করেই থামতে হল তাঁকে। দলের অন্য ব্যাটাররা যখন রান তুলতে হিমশিম খাচ্ছেন তখন মাত্র ৬১ বলে ৭৭ রান করে গেলেন বিরাট।
উল্লেখ্য, বিসিসিআইয়ের নির্দেশ ছিল ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ওয়ানডে দলে জায়গা ধরে রাখতে ফর্ম ও ফিটনেস দুটোই প্রমাণ করতে হবে। বোর্ডের সেই নির্দেশ মেনে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন বিরাট-রোহিত। এই মুহূর্তে ভারতের ঘরোয়া ক্রিকেটের যা মান, তাতে নিচের দিকের দলগুলির বিরুদ্ধে বিরাট-রোহিতদের খেলানোটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে এই ম্যাচগুলি দুই মহাতারকার জন্যই ভালো অনুশীলনের মঞ্চ। সেখানে নিজের ভালোমতো তৈরি করে নিচ্ছেন 'রো-কো'।
