shono
Advertisement
Jhulan Goswami

ঝুলন গোস্বামীকে বিরল সম্মান, সৌরভের সঙ্গে একাসনে বসছেন 'চাকদহ এক্সপ্রেস'

ঝুলন গোস্বামী এবার ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায় 'সমকক্ষ' হবেন।
Published By: Subhajit MandalPosted: 11:41 PM Nov 19, 2024Updated: 12:02 AM Nov 20, 2024

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ঝুলন গোস্বামীই ভারতীয় মহিলা ক্রিকেটকে বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছিলেন! ক্রিকেট নামক প্রেমের টানে চাকদহ থেকে ট্রেনে করে নিত্য ইডেনে খেলতে আসতে হয়েছে যাঁকে, এককালের পুরুষতান্ত্রিক ক্রিকেট-সমাজের সঙ্গে দাঁতে দাঁত চেপে যাঁকে স্বতন্ত্র জায়গা করে নিতে হয়েছে, যাঁকে অপেক্ষা করতে হয়েছে কখন পাড়ার ছেলেদের ব্যাটিং শেষ হলে তিনি একটু ব্যাটিং পাবেন। সেই ঝুলন গোস্বামী এবার ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায় 'সমকক্ষ' হবেন।

Advertisement

 বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু ক্রিকেটারের নামে স্ট্যান্ড রয়েছে। ইডেনও ব্যতিক্রম নয়। ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে এ পর্যন্ত মাত্র দুজন ক্রীড়াবিদের নামে আলাদা স্ট্যান্ড রয়েছে। একজন পঙ্কজ রায়। আরেক জন সৌরভ গঙ্গোপাধ্যায়। বঙ্গ ক্রিকেটের 'মহারাজ'। তাঁদের পাশেই এবার ঠাঁই হতে চলেছে কিংবদন্তি ঝুলনের। সব ঠিক থাকলে ইডেনের গ্যালারিতে ঝুলন গোস্বামী স্ট্যান্ড চালু হতে চলেছে।

পঙ্কজ রায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া সিএবির প্রশাসনিক দুই কর্তা বিশ্বনাথ দত্ত এবং জগমোহন ডালমিয়ার নামে ইডেনের বিভিন্ন স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে এর আগে। এবার ঝুলন গোস্বামীর নামেও স্ট্যান্ড হবে। সূত্রের খবর, ঝুলন যেদিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সেদিন থেকেই ভাবনা চিন্তা শুরু করেন সিএবি কর্তারা। সেটা চূড়ান্ত রূপ নিয়েছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়ে গিয়েছে। তবে কোন স্ট্যান্ডের নাম ঝুলনের নামে হবে সেটা এখনও ঠিক হয়নি বলে খবর।

ভারতীয় ক্রিকেটে ঝুলন গোস্বামীর অবদান অপরিসীম। শুধু ক্রিকেট নয়, সার্বিক ক্রীড়াক্ষেত্রেই তিনি কিংবদন্তি। বহু মানুষের অনুপ্রেরণার আরেক নাম। ভারতের জার্সিতে ২০০২ সালে অভিষেক ঘটে ঝুলনের। প্রায় ২০ বছরের কেরিয়ারে মহিলাদের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট তাঁর ঝুলিতে। তাঁর হাত ধরে অসংখ্য ট্রফি এসেছে দেশে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বাংলার নামও। তাঁকেই সম্মানিত করার পরিকল্পনা নিয়েছে সিএবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে এ পর্যন্ত মাত্র দুজন ক্রীড়াবিদের নামে আলাদা স্ট্যান্ড রয়েছে। একজন পঙ্কজ রায়।
  • তাঁদের পাশেই এবার ঠাঁই হতে চলেছে কিংবদন্তি ঝুলনের।
  • সব ঠিক থাকলে ইডেনের গ্যালারিতে ঝুলন গোস্বামী স্ট্যান্ড চালু হতে চলেছে।
Advertisement