সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সূচি ঘোষণা করতে চলেছে আইসিসি! সূত্রের খবর, আয়োজক দেশ পাকিস্তানকে নিয়ে বিতর্কের আবহেই টুর্নামেন্টের দিনক্ষণ প্রায় চূড়ান্ত করে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা। তার পর থেকে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে জট কেটে গেল?
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে তারা খেলবে না। এই নিয়ে পিসিবি এবং আইসিসিকে বেশ কিছু কথা জানিয়েছে বিসিসিআই। সেখানে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের উপর বড়সড় হামলা চালাতে পারে জঙ্গিরা। পাকিস্তানের আমজনতা হয়তো ভারতীয় ক্রিকেটারদের উষ্ণ আতিথেয়তা জানাবে, কিন্তু পাকভূমে রোহিত শর্মাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপরে হামলার উদাহরণও উল্লেখ করা হয়েছে বিসিসিআইয়ের তরফে।
অন্যদিকে নিজের অবস্থানে অনড় পাকিস্তানও। সেদেশের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না। হাইব্রিড মডেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে নারাজ পাকিস্তান। এহেন পরিস্থিতিতে গত বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচন করে একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানেই আয়োজক দেশ হিসাবে স্পষ্ট জ্বলজ্বল করছে পাকিস্তানের নাম। তার পর থেকে জল্পনা শুরু হয়, তাহলে কি পাকিস্তানের মাটিতেই খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? সেক্ষেত্রে ভারত কি দল পাঠাবে সেদেশে?
শেষ পাওয়া খবর অনুযায়ী, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য পাক বোর্ডের সঙ্গে নাকি লাগাতার আলোচনা করছে আইসিসি। তার মধ্যেই সূত্র মারফত জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ এবং সূচি চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। চলতি সপ্তাহেই হয়তো সেই সূচি প্রকাশিত হবে। তখনই জানা যাবে, শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট কি পাকিস্তানেই হবে? নাকি হাইব্রিড মডেলে আয়োজন করতে রাজি হবে পাক বোর্ড?