shono
Advertisement
Champions Trophy 2025

ছাদ ফুটো, জলে থই থই ৫৬১ কোটির গদ্দাফি স্টেডিয়াম! সেমির আগে ফের প্রশ্নের মুখে পাকিস্তান

সোশাল মিডিয়ায় ভাইরাল গদ্দাফি স্টেডিয়ামের দুরবস্থার ভিডিও।
Published By: Arpan DasPosted: 02:15 PM Mar 03, 2025Updated: 02:16 PM Mar 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন আর বিতর্ক, এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। টুর্নামেন্ট শেষ হতে চলল। রয়েছে আর মাত্র তিনটি ম্যাচ। দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল। তার আগে ফের প্রশ্নের মুখে পাকমুলুকের ক্রিকেট স্টেডিয়াম। ভাইরাল ভিডিওয় দেখা যায়, গদ্দাফি স্টেডিয়ামের ছাদ ফুঁড়ে অঝোর ধারে জল পড়ছে।

Advertisement

এই স্টেডিয়ামেই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এর আগে বৃষ্টির জন্য পাকিস্তানে তিনটি ম্যাচ ভেস্তে গিয়েছে। যার সাম্প্রতিক উদাহরণ অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের ম্যাচ। সেমির লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে আফগানরা, সেমিফাইনালে উঠেছে অজিরা। আর সেই ম্যাচে গদ্দাফি স্টেডিয়ামের কী অবস্থা ছিল, তা তুলে ধরেছেন আফগানিস্তানের ক্রিকেট সমর্থকরা।

ভাইরাল ভিডিওয় দেখা যায়, গদ্দাফি স্টেডিয়ামের ছাদ ফুটো। সেখান থেকে জল পড়ে স্টেডিয়ামের একটা বড় অংশ ভেসে যাচ্ছে। যা তুলে ধরে আফগানিস্তানের এক ভক্ত বলেন, "দেখতেই পাচ্ছেন, সব জায়গায় জল থই থই। ১২.৫ ওভারে ম্যাচ বন্ধ করে দিতে হল। এখানের পরিকাঠামো বলে কিছু নেই। ছাদ ফুটো হয়ে গিয়েছে। শৌচালয়ের অবস্থাও খারাপ। কে বলবে, এখানে টুর্নামেন্টের দ্বিতীয় বা তৃতীয় ম্যাচ হচ্ছে। যেন এখনই এর বয়স ৩০ বছরের বেশি।"

এই স্টেডিয়ামগুলো তৈরি করতে পাকিস্তানের মোট ৫৬১ কোটি টাকা খরচ হয়েছে বলে অনুমান। কিন্তু তাতে দুর্দশার ছবি ঢাকা যাচ্ছে না। বৃষ্টির সময় শুধু পিচ ঢাকা থাকছে, কিন্তু মাঠ ঢাকা হচ্ছে না। ফলে বৃষ্টি থামলেও ভেজা মাঠের জন্য ম্যাচ শুরু করা যায়নি। আর এবার দ্বিতীয় সেমির আগে ভয়ানক অবস্থা প্রকাশ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন আর বিতর্ক, এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
  • টুর্নামেন্ট শেষ হতে চলল। রয়েছে আর মাত্র তিনটি ম্যাচ।
  • দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল। তার আগে ফের প্রশ্নের মুখে পাকমুলুকের ক্রিকেট স্টেডিয়াম।
Advertisement