shono
Advertisement

Breaking News

Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগেই ভারতের কাছে হার পাকিস্তানের! বাবরকে পিছনে ফেললেন গিল

বোর্ডের আস্থার মর্যাদা দিচ্ছেন গিল।
Published By: Subhajit MandalPosted: 02:15 PM Feb 19, 2025Updated: 03:28 PM Feb 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিন্স এখন কিং! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) শুরুর আগেই ওয়ানডে ক্রিকেটে সেরা ব্যাটারের স্বীকৃতি পেলেন শুভমান গিল (Shubman Gill)। পাক মহাতারকা বাবর আজমকে পিছনে ফেলে আইসিসি ক্রমতালিকায় গিলই এখন বিশ্বসেরা।

Advertisement

টেস্টে ভালো ফর্মে নেই ভারতীয় ক্রিকেটের প্রিন্স। টি-২০ দলে তিনি নিয়মিত জায়গা পান না। তবে ওয়ানডে ফরম্যাটে শুভমান গিলের উপর বাড়তি আস্থা দেখাচ্ছে ভারতীয় বোর্ড। সেই আস্থার প্রমাণস্বরূপ ইংল্যান্ড সিরিজে তাঁকে সহ-অধিনায়ক করা হয়। বোর্ডের সেই আস্থার মর্যাদা রেখেছেন গিল। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩ ম্যাচে এক সেঞ্চুরি এবং জোড়া হাফসেঞ্চুরি-সহ ২৫৯ রান করেছেন শুভমান। যার পুরস্কারও চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পেয়ে গেলেন গিল।

আইসিসির সর্বশেষ ক্রমতালিকায় ওয়ানডে ব্যাটারদের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। তিনি হারালেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে। বাবর দীর্ঘদিন আইসিসির ওয়ানডে ক্রমতালিকায় শীর্ষস্থানে ছিলেন। তবে এবার গিল ৭৯৬ রেটিং পয়েন্ট নিয়ে বাবরকে টপকে গেলেন। বাবরের রেটিং পয়েন্ট ৭৭৩। তিনি দ্বিতীয় স্থানে নেমে এলেন। আসলে বাবর এই মুহূর্তে নিজের সেরা ফর্মে নেই। গত কয়েকটি সিরিজে ওয়ানডেতে অল্প-বিস্তর রান পেলেও বড় রান তাঁর ব্যাটে নেই। সেকারণেই গিলের কাছে শীর্ষস্থান খোয়াতে হল তাঁকে।
আইসিসি টেস্ট ক্রমতালিকায় তৃতীয় স্থানে ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সংগ্রহ ৭৬১ রেটিং পয়েন্ট। ভারতীয়দের মধ্যে বিরাট কোহলি রয়েছেন ষষ্ঠ স্থানে। এক ধাপ উপরে উঠে শ্রেয়স আইয়ার উঠে এসেছেন নবম স্থানে। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ চতুর্থ স্থানে রয়েছেন কুলদীপ যাদব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ওয়ানডে ক্রিকেটে সেরা ব্যাটারের স্বীকৃতি পেলেন শুভমান গিল।
  • পাক মহাতারকা বাবর আজমকে পিছনে ফেলে আইসিসি ক্রমতালিকায় গিলই এখন বিশ্বসেরা।
  • বাবর দীর্ঘদিন আইসিসির ওয়ানডে ক্রমতালিকায় শীর্ষস্থানে ছিলেন।
Advertisement