সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। ভারত যে পাকভূমে যাবে না, তা জানিয়েও দেওয়া হয়েছে। এর মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের ব্যবস্থা করেছিল পিসিবি। কিন্তু পাক বোর্ডের সেই পরিকল্পনা বাতিল করে দিয়েছে আইসিসি।
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারতের আপত্তির কারণে এখনও সূচি প্রকাশ করা যায়নি। এমনকী পাকিস্তানে আদৌ এই ট্রফি হবে কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। পিসিবিও নিয়মিত পাক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বলেই খবর। এর মধ্যেই জানা যায়, স্কার্দু, মুরি, মুজফফরাবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিটি ঘোরানোর ব্যবস্থা করেছে পিসিবি। যা পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে।
স্বাভাবিকভাবেই পাক বোর্ডের এই পরিকল্পনার জানার পর বিসিসিআই থেকে আপত্তি জানানো হয়। ১৬ থেকে ২৪ নভেম্বর এই ট্যুর হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআইয়ের আপত্তির পর তড়িঘড়ি পদক্ষেপ নেই আইসিসি। যার ফলে পাক অধিকৃত কাশ্মীরে এই বিশেষ ট্যুর বাতিল করা হয়েছে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কে ইতিমধ্যেই ঢুকে পড়েছে সেই দেশের সরকার। শাহবাজ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না।
চ্যাম্পিয়ন্স ট্রফি পিসিবির জন্য শুধু সম্মানের বিষয় নয়, পিসিবির আর্থিক ভবিষ্যৎও নির্ভর করছে এই টুর্নামেন্টের উপর। হিসাবে বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে না হলে প্রায় সাড়ে ৬ কোটি মার্কিন ডলার লোকসান হতে পারে পাক বোর্ডের। আইনি পরামর্শের দিকেও ঝুঁকছে তারা। তার মধ্যে বিতর্কিত এলাকায় ট্রফি ট্যুর বন্ধ করল আইসিসি। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উত্তাপ আরও বাড়তে শুরু করেছে।