shono
Advertisement

Breaking News

Mohammed Shami

'নিজের কৃতকর্মের ফলই...' রোহিতকে 'মোটা' বলার পর শামির 'রোজা' বিতর্কে সরব কংগ্রেস নেত্রী

ভারতীয় পেসারকে সটান ‘ক্রিমিনাল’ বলে আক্রমণ করেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট।
Published By: Anwesha AdhikaryPosted: 11:01 AM Mar 07, 2025Updated: 11:01 AM Mar 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে রোহিত শর্মাকে 'মোটা' বলে তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন। এবার মহম্মদ শামির 'রোজা' বিতর্কে আরও একবার সুর চড়ালেন শামা মহম্মদ। ম্যাচ চলাকালীন রোজা না রাখায় তারকা পেসারকে 'ক্রিমিনাল' বলে আক্রমণ করেছেন এক মৌলবি। এবার সেই বিতর্ক নিয়ে সরব হলেন কংগ্রেস নেত্রী শামা।

Advertisement

বিতর্কের সূত্রপাত মঙ্গলবার। ওইদিন দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন উইকেট নিয়েছেন শামি। ম্যাচ চলাকালীন দেখা যায়, বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে এনার্জি ড্রিঙ্ক পান করছেন শামি। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সকলে বুঝতে পারেন, রমজান মাস শুরু হয়ে গেলেও সেমিফাইনালের দিন রোজা রাখেননি শামি। তারপর থেকেই তারকা পেসারের ধর্মীয় পরিচয় উল্লেখ করে শুরু হয় সমালোচনা।

ভারতীয় পেসারকে সটান ‘ক্রিমিনাল’ বলে আক্রমণ করেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট। তাঁর দাবি, “ইসলামের অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে অন্যতম হল রোজা। কোনও সুস্থ মানুষ যদি রোজা না করে তাহলে সে বিরাট পাপ করেছে। কয়েকদিন আগে মহম্মদ শামি ম্যাচ চলাকালীন কিছু একটা পান করছিল, সেটা সবাই দেখেছে। মাঠে নেমে খেলছে মানে সে সুস্থ। তা সত্ত্বেও রোজা রাখেনি, উলটে জলও পান করেছে।” রাজভির কথায়, শরিয়তের চোখে শামি একজন ক্রিমিনাল, অর্থাৎ অপরাধী।

বিতর্কের মধ্যে শামির পাশে দাঁড়িয়েই মুখ খুলেছেন শামা। তাঁর কথায়, "রমজান মাস চলাকালীন একটা জিনিস মনে রাখতে হয়। যদি আমরা বাইরে থাকি, তাহলে রোজা রাখার দরকার নেই। শামি বর্তমানে অন্য দেশে রয়েছেন। এমন একটা খেলার সঙ্গে যুক্ত, যেখানে পিপাসা পেতেই পারে। খেলার সময়ে রোজা করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। কিন্তু নিজের কৃতকর্ম কেমন হল, সেটা খুব গুরুত্বপূর্ণ।" উল্লেখ্য, এই একই কথা বলেছিলেন শামির তুতো ভাই মহম্মদ কাইফও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিতর্কের সূত্রপাত মঙ্গলবার। ওইদিন দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে নেমেছিল ভারতীয় দল।
  • ভারতীয় পেসারকে সটান ‘ক্রিমিনাল’ বলে আক্রমণ করেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট।
  • বিতর্কের মধ্যে শামির পাশে দাঁড়িয়েই মুখ খুলেছেন শামা।
Advertisement