shono
Advertisement
Virat Kohli

ইংল্যান্ডে খেলার ভয়েই অবসরের ইচ্ছা! কোহলিকে চরম কটাক্ষ বিলেতের ক্রিকেট মহলের

ইংল্যান্ড সিরিজের আগেই কোহলি অবসর নিতে চান বলে খবর।
Published By: Arpan DasPosted: 02:20 PM May 11, 2025Updated: 02:20 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির টেস্ট অবসর নিয়ে জোর চর্চা। ইংল্যান্ড সিরিজের আগেই তিনি অবসর নিতে চান বলে খবর। অবশ্য বোর্ড থেকে তাঁকে সিদ্ধান্ত পুর্নবিবেচনা করতে বলে হয়েছে। আর এই জলঘোলার মধ্যেই কোহলিকে চরম কটাক্ষ কাউন্টি ক্রিকেটের।

Advertisement

শুক্রবার সকালে ছড়িয়ে পড়ে, কোহলি ইতিমধ্যেই বোর্ডকে অবসর বার্তা জানিয়ে দিয়েছেন। তারপরই একটি ভিডিও পোস্ট করে 'কাউন্টি চ্যাম্পিয়নশিপ'। যা আসলে ইংল্যান্ডের ঘরোয়া স্তরের প্রথম শ্রেণির প্রতিযোগিতা কাউন্টি ক্রিকেটের অফিশিয়াল পেজ। সেই ভিডিওয় দেখা যায়, ইংল্যান্ডের পিচে সুইং ও সিম সামলাতে ব্যাটাররা বিপাকে পড়ছেন। তার সঙ্গে ক্যাপশনে লেখা, 'আমরা তোমাকে দোষ দিচ্ছি না বিরাট'।

স্পষ্টত, ইংল্যান্ডে খেলতে এলে এই একই পরিস্থিতির সম্মুখীন হবেন কোহলি, এমনটাই ইঙ্গিত করা হয়েছে। আর সেটার ভয়েই আচমকা তাঁর অবসরের ইচ্ছা। ঘটনা হচ্ছে, ইংল্যান্ডে কোহলির ফর্ম খুব একটা আকর্ষণীয় নয়। ৩৩ ইনিংসে করেছে ১০৯৬ রান। গড় ৩৩.২১। দুটো সেঞ্চুরি আছে, সঙ্গে পাঁচটি হাফ সেঞ্চুরি। ২০১৪ সালে ইংল্যান্ড সফরে জঘন্য পারফর্ম করেছিলেন। পরে ২০১৮ সালে কামব্যাক করেন। দশ ইনিংসে করেছিলেন ৫৯৩ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন।

বর্ডার গাভাসকর ট্রফিতে সেভাবে রান পাননি। সেটা উদ্বেগজনক বটেই। তবে রোহিত শর্মা সরে দাঁড়ানোয় দলে সিনিয়র ক্রিকেটারের অভাব চোখে পড়বে। সেক্ষেত্রে কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ। বোর্ড থেকে সিদ্ধান্ত পুর্নবিবেচনার 'অনুরোধ' করা হলেও কোহলি নাকি মনস্থির করে ফেলেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিরাট কোহলির টেস্ট অবসর নিয়ে জোর চর্চা। ইংল্যান্ড সিরিজের আগেই তিনি অবসর নিতে চান বলে খবর।
  • অবশ্য বোর্ড থেকে তাঁকে সিদ্ধান্ত পুর্নবিবেচনা করতে বলে হয়েছে।
  • আর এই জলঘোলার মধ্যেই কোহলিকে চরম কটাক্ষ কাউন্টি ক্রিকেটের।
Advertisement