shono
Advertisement

Breaking News

Dinesh Karthik

ভারতীয়রাই ভরসা! আরসিবি'কে চ্যাম্পিয়ন করার কারিগরকে দলে নিল ইংল্যান্ডের ক্লাব

নতুন দায়িত্বে পেয়ে কী বললেন তিনি?
Published By: Prasenjit DuttaPosted: 03:03 PM Dec 10, 2025Updated: 06:00 PM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের নতুন দিগন্তে প্রবেশ দীনেশ কার্তিকের (Dinesh Karthik)। এবার দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় তাঁকে কোচ হিসাবে দেখা যেতে চলেছে। লন্ডন স্পিরিটের মেন্টর এবং ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে তাঁকে। এই প্রথম আইপিএলের বাইরে কোনও ফ্র্যাঞ্চাইজি দলের কোচিং স্টাফে দেখা যাবে কোনও ভারতীয়কে।

Advertisement

কার্তিককে নতুন দায়িত্ব দিয়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটি। এক বিবৃতিতে তারা লিখেছে, 'লন্ডন স্পিরিটে ডিকেকে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত। তিনি খেলাটাকে যেভাবে নিজের মতো করে ভাবেন, তা সত্যিই অসাধারণ। তাঁর অভিজ্ঞতা দলকে সমৃদ্ধ করবে।' ফ্র্যাঞ্চাইজিটি টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে। 

২০২৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছিল কার্তিককে। ১৮ বছর পর চ্যাম্পিয়নও হয়েছিল বিরাট কোহলির দল। আরসিবি'কে চ্যাম্পিয়ন করার কারিগরকে দলে নিল ইংল্যান্ডের ক্লাব। ২০২৪ সালে আইপিএলের পরেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন এই উইকেটরক্ষক। এরপর দেশের বাইরে বেশ কিছু প্রতিযোগিতায় চুটিয়ে খেলছেন তিনি। আইএল টি-টোয়েন্টিতে তিনি শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন।

নতুন দায়িত্ব পেয়ে কার্তিক বলেন, "লন্ডন স্পিরিটে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। ওদের পরিকল্পনা শুনে আমার খুবই ভালো লেগেছে। ইংল্যান্ডে কাজ করতে পারব ভেবে খুবই ভালো লাগছে। ভারতীয় দলের হয়ে ওয়ানডেতে আমার অভিষেক হয়েছিল লর্ডসের মাঠে। শেষ টেস্টও খেলেছিলাম এখানে। তাই লর্ডস আমার মনের খুব কাছে। সামনের বছর সবাইকে একসঙ্গে দেখতে পাব। অসাধারণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারব ভেবে আর তর সইছে না।" উল্লেখ্য, প্রতিযোগিতার শুরু থেকেই খেলছে লন্ডন স্পিরিট। তবে পাঁচ মরশুমে একবারও ফাইনালে জায়গা করে নিতে পারেনি তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেরিয়ারের নতুন দিগন্তে প্রবেশ দীনেশ কার্তিকের।
  • এবার দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় তাঁকে কোচ হিসাবে দেখা যেতে চলেছে।
  • লন্ডন স্পিরিটের মেন্টর এবং ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে তাঁকে।
Advertisement