shono
Advertisement
Sachin Tendulkar

'ধৈর্য হারালে চলবে না', প্রথম টেস্টের আগে শুভমানদের তিন মূল্যবান পরামর্শ দিলেন শচীন

শুভমানদের 'সচেতন' থাকার কথার বলেছেন 'লিটল মাস্টার'।
Published By: Prasenjit DuttaPosted: 07:42 PM Jun 19, 2025Updated: 07:42 PM Jun 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। শুভমান গিলের নেতৃত্বে ভারত নতুন যুগের সূচনার জন্য প্রস্তুত। প্রথম টেস্টের আগে টিম ইন্ডিয়াকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন শচীন তেণ্ডুলকর। 'লিটল মাস্টার' ওভারহেড কন্ডিশন, হাওয়ার গতিবেগ এবং পিচের গতিপ্রকৃতি সম্পর্কে সচেতন থাকার কথার বলেছেন।

Advertisement

শচীনের কথায়, "ইংল্যান্ডে খেলার সময় সব সময় তিনটি বিষয় মনে রাখতে হবে। প্রথমত, ওভারহেড কন্ডিশন। হাওয়ার গতিবেগ এবং পিচের অবস্থা। এই তিনটি জিনিস ঠিকমতো বুঝেই খেলতে হবে। ম্যাচে এমন কিছু ঘটবে, যখন শট খেলা কঠিন হবে। সেই সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে।"

শচীনের পরামর্শ, "সব সময় বল ছেড়ে দেওয়াটাও বুদ্ধিমানের কাজ নয়। বরং সঠিকভাবে বল ছেড়ে সুযোগ পেলেই শট খেলতে হবে। যখন ঝলমলে রোদ উঠবে, তখন ব্যাট করার আদর্শ সময়। সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাই ধৈর্য হারালে চলবে না।"

২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডে কোনও সিরিজ জিততে পারেনি ভারত। ২০২২ সালে শেষবার সিরিজ ২-২ ড্র রেখে ফিরেছিল টিম ইন্ডিয়া। উল্লেখ্য, ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। এখন দেখার, শচীনের পরামর্শ কতটা কাজে লাগাতে পারেন শুভমানরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
  • শুভমান গিলের নেতৃত্বে ভারত নতুন যুগের সূচনার জন্য প্রস্তুত।
  • প্রথম টেস্টের আগে টিম ইন্ডিয়াকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন শচীন তেণ্ডুলকর।
Advertisement