shono
Advertisement
Gautam Gambhir

কেকেআরকে চাঙ্গা করবেন কী করে? গম্ভীরের থেকে গুরুমন্ত্র চাইলেন মেন্টর ব্র্যাভো

কেকেআরে গম্ভীর যে নজির গড়েছিলেন সেখান থেকে সকলেরই শিক্ষা নেওয়া উচিত, মত ব্র্যাভোর।
Published By: Anwesha AdhikaryPosted: 04:40 PM Mar 14, 2025Updated: 04:40 PM Mar 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক চ্যাম্পিয়নের ছেড়ে যাওয়া আসনে বসেছেন আরেক চ্যাম্পিয়ন। আর নতুন দায়িত্ব পেয়েই পূর্বসূরির সঙ্গে যোগাযোগ করেছেন। কীভাবে দায়িত্ব পালন করবেন, সেই নিয়ে পরামর্শও চেয়েছেন পূর্বসূরির কাছে। সবমিলিয়ে কেকেআরের প্রাক্তন এবং বর্তমান মেন্টরের মধ্যে সৌহার্দ্যের গল্প নিয়ে চর্চা নেটদুনিয়ায়।

Advertisement

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন কেকেআর ম্যানেজমেন্ট। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ছাড়াও সেখানে হাজির ছিলেন নতুন মেন্টর ডোয়েন ব্র্যাভো, অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। সেখানেই নাইটদের চ্যাম্পিয়ন করা মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে আলোচনা হয়। প্রশ্নের উত্তরে ক্যারিবিয়ান তারকা জানান, কেকেআর মেন্টর হওয়ার পরই গম্ভীরের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি। গম্ভীরকে মেসেজও করেছিলেন ব্র্যাভো কেকেআরের নতুন মেন্টর।

'চ্যাম্পিয়ন' ব্র্যাভোর কথায়, "গম্ভীরের টিম চালানোর একটা স্টাইল ছিল। আমারও নিজস্ব কিছু ধরণ রয়েছে। আমরা দু'জনেই নিজস্ব স্টাইল মেনে সফল হয়েছি। এই টিমের উপর পুরো আস্থা রয়েছে। ওদের সাফল্যের নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা মেনে এগোনো উচিত।" ক্যারিবিয়ান তারকার মতে, গতবছর কেকেআরে গম্ভীর যে নজির গড়েছিলেন সেখান থেকে সকলেরই শিক্ষা নেওয়া উচিত।

প্রসঙ্গত, গোটা মরশুমজুড়ে দল যেন আনন্দে মেতে থাকে, তার জন্য বিরাট পরিকল্পনা সেরে ফেলেছেন নাইটদের নতুন মেন্টর। ক্রিকেটার হলেও গায়ক হিসাবে ব্র্যাভোর জনপ্রিয়তা নেহাত কম নয়। জন্মভূমি ত্রিনিদাদেও গান ঘিরে হরেক কর্মকাণ্ড চালান তিনি। তরুণদের যুক্ত করেন নিজের গানের সঙ্গে। ক্রিকেট মাঠেও ব্র্যাভোর গান বেশ জনপ্রিয়। এবার যেহেতু কলকাতার নাইট সংসারই তাঁর ঠিকানা, তাই কেকেআরের থিম সং ‘করব লড়ব জিতব রে’কেই নতুন রূপ দিচ্ছেন ব্র্যাভো। ইতিমধ্যেই গানের ক্যারিবিয়ান ভার্সান তৈরি করে ফেলেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন কেকেআর ম্যানেজমেন্ট।
  • ক্যারিবিয়ান তারকা জানান, কেকেআর মেন্টর হওয়ার পরই গম্ভীরের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি। গম্ভীরকে মেসেজও করেছিলেন ব্র্যাভো কেকেআরের নতুন মেন্টর।
  • গোটা মরশুমজুড়ে দল যেন আনন্দে মেতে থাকে, তার জন্য বিরাট পরিকল্পনা সেরে ফেলেছেন নাইটদের নতুন মেন্টর।
Advertisement